আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচতে চাই...........



মা ওমা ...........................মা বাঁচতে চাই মা , তোমার আচঁল তলে তোমার আচল রক্ত ভেজা কেন । বাবার কাধেঁ কেন ছোট ভাইটি লাশ, কান্নার শব্ধ চারদিকে...... আকাশ বাতাশ মু ক্তি চাই মুক্ত চাই বলে প্রাতিবাদ । তোমার এক আদেশে ছিল একুশে বুকের তাজা রক্তঢেলে দিয়ে জেগেছিলাম আমার মায়ের ভাষা যারা কেড়ে নিতে চায় তোমার বুকে আত্যাচার করে লাল সবুজ পতাকা পুড়িয়ে দিতে চায় বিশ্বের থেকে তোমার মানচিএ শিয়াল শুকোনের মত গিলে ফেলতে চায় একাওর এর সেই ঘাতক দালালদের ধ্বংস করে ছিলাম । রাজাকার দেশদ্রোহি পদপৃষ্ট নিঃশেষ করে ছিলাম লাল সূর্য স্বাধীনদেশ জয় এনেছি, শান্তিতে ঘুমাব তোমার আচলে। আজ কেন ? তোমার বুকে হাহাকার তোমার চোখের আগুন জ্বলে চারদিকে মৃতু্র নগ্নতা দেখি বাতাসে লাশের গন্ধ পাই, ছোট বোনের ঔড়না ধরে ওরা টানা হেচড়া করে বিধবা বোনটি কেন এসিড আক্তান্ত শেষে মৃতু্ বাংলা মায়ের বুকে বোমা ফুটছে অসহায় মানুষ মরছে ছিঃ কেমন সন্তান জন্ম দিলে মা......। পনের কোটি তোমার কুলাঙগার সন্তানেরা ওদের ধ্বংস করতে পারেনা লজ্ঝা হয় মা, একি শিক্ষা দিলে ঐ তোমার ছেলেকে খাতা কলমের বদলে ওদের হাতে এখন মরন নেশা ড্রাগ সেবন করে এমন হলে স্বাধীনতা ................। বড় দুঃখ হয় মা ........ ষোলই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দিতে আসে স্বাধীনতা বিরোধীরা লাল সবুজের পতাকা হাতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।