আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচতে শেখ...

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



দুনিয়াটা মস্ত বড়... মস্তোওও বড়। দুনিয়াতে মুসলমান হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ শিখ জৈন মরমেন কাদীয়ানী নাস্তিক সব ধর্মই আছে। সাদা বাদামী কালো হলুদ লাল সব রঙের চামড়াই আছে। তিন ফুট থেকে শুরু করে আট ফুট পর্যন্ত সব রকমের মানুষই আছে। সুতরাং সবাই নিয়ে বাঁচতে শেখ।

নিজের ছোট পৃথিবীর বাইরে থেকে বেরিয়ে আয়। বুক ভরে শ্বাস নে। মাথা উপরে তুলে তাকা। তোর বিধাতাই সব সৃষ্টি করেছেন। সুতরাং তার ইচ্ছেতেই সবাইকে নিয়ে বাঁচতে শেখ, বাঁচতে শেখ... (তবে ছাগল দেখলে পাছায় লাথি দিয়ে তাড়াতে ভুলিস না)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।