আমাদের কথা খুঁজে নিন

   

চীনে আবার মেলামিন মিশ্রিত গুঁড়ো দুধ পাওয়া গেছে।



চীন কর্তৃপক্ষ মেলামিন মিশ্রিত ৬৪ টন গুঁড়োদুধ এবং দুধজাত পণ্য জব্দ করেছে । এর আগে ২০০৮ সালে চীনে শিল্পকারখানায় ব্যবহৃত এই একই বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত গুঁড়ো দুধ পাওয়ার ঘটনায় তোলপাড় হয়েছিল। আবার এরকম ঘটনা আরেকবার চীনের খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় ফাটল প্রমাণ করল। বার্তা সংস্থা সিনহুয়ায় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তরাঞ্চলের গানসু এবং কিনগাই প্রদেশের দুগ্ধ খামারে মেলামিন মিশ্রিত এ গুঁড়োদুধ পেয়েছে। এ দুধের নমুনা পরীক্ষায় দেখা গেছে, সরকারের অনুমিত মেলামিন মিশ্রণের চেয়ে এতে প্রায় ৫০০ গুণ বেশি মেলামিন পাওয়া গেছে। কিনগাই প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা ৫০০ গুণ মেলামিন সমৃদ্ধ ৩৮ টন গুড়োদুধ জব্দ করেছে। এছাড়া, কম মাত্রায় মেলামিন মিশ্রিত ২৬ টন গুঁড়োদুধ আটক হয়েছে এবং ১২ টন দুগ্ধজাত পণ্য জব্দ করা হয়েছে। তবে তিনি তার নাম এবং জব্দ করা দ্রব্যের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। প্রায় দুই বছর আগে মেলামাইন মিশ্রিত গুঁড়োদুধ খেয়ে চীনে ছয় শিশু মারা যায় এবং প্রায় ৩০ হাজার শিশু অসুস্থ্য হয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।