আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফল ও কিছু আশংকা !!

..।

আজকাল পরীক্ষায় ভালো নম্বর পাওয়া কত সহজ হয়ে গিয়াছে..। উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফল দেখে আনন্দ পাবো না দুখ: করব বুঝে পাইনা, আরে ভাই A+ পাওয়া কি এতোই সহজ ? যাকেই জিজ্ঞেস করি তার ই ফলাফল A+.... ভাবতে ভলো লাগে যে দেশে শিক্ষীতের ও পাশের হার বাড়ছে, কিন্তু আসলেই এই শিক্ষা কে মান সম্মত ? যে হারে পরিক্ষার্ত্রী পাশ করেছে তদনুযায়ী বিশ্ববিদ্যালয় গুলো কি আসন বরাদ্দ করতে পারবে ? এই সুযোগে নাম না জানা অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো অবশ্য লাভবান হবে, কিন্তু তা শুধুই আর্থিক উদ্দেশ্যে। যাদের মেধা আছে তারা হয়তো ভালো বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তী হতে পারবে, কতজনের ই বা বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তী হবার সামর্থ্য থাকে ? তারা হয়ত ছুটে যায় জাতীয় বিশ্ববিদ্দ্যালয়ে, যেখানকার শিক্ষার মান, ফলাফলের গ্রহনযোগ্যতা এবং স্বীকৃতী অনেক আগে থেকেই প্রশ্নবিদ্ধ। আমাদের দেশে শিক্ষার মান, ফলাফলের গ্রহনযোগ্যতা এবং স্বীকৃতী নির্ধারন অনেকটাই চাকুরী দাতাদের ওপর নির্ভরশীল, চাকুরী প্রদানের ক্ষেত্রে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোকেই বেশি প্রাধান্য দেন তারা। আজকাল যে হারে সবাই A+ পাচ্ছে তাতে এদের ভবিষ্যৎ যে কি হবে তা বিধাতাই জানেন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.