আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক সত্যি প্লিজ আপনার কিবোর্ডে আবারো ঝড় তুলুন। চুপ মেরে বসে থাকবেন না। প্লিজ

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।

বিবেক সত্যি, যাকে দেখে আমার এই ব্লগে আসা। দীর্ঘদিন উনি অভিমান করে ব্লগ থেকে দুরে সরে আছেন। কিছুদিন থেকে উনাকে আবার লগিন দেখে আশায় বুক বেধেছিলাম যে উনি আবার বোধহয় ব্লগে লেখালেখি শুরু করবেন। কিন্তু না। উনি এখনো চুপ মেরে বসে আছেন। আমি অনুরোধ করছি আপনি আবারো আপনার লেখা শুরু করুন। উই মিস ইউর রাইটিং। বিবেকের কিছু উল্লেখযোগ্য লেখার কিছু অংশ- ছাত্রলীগের গান আমরা টেরর আমরা বিগ আমরা ছাত্রলীগ ! মোদের পায়ের তলায় মুর্ছে স্বদেশ উর্দ্ধ্বে তুলে মারসি কিক ! আমরা ছাত্রলীগ !! থাকি; দিন-বা-রাতে অস্ত্র হাতে পত্রিকা পাতায়, আমরা শক্তখুলি রক্তে রাঙাই ক্ষুর-চাপাতির ঘায় ! ............ Click This Link মাথার কাছে মায়ের শাড়ি কোন কারন ছিল বলে মনে হয়না.. কোথায় রাখি.. কোথায় রাখি... ভাবতে ভাবতে-ই ওটার স্থান হলো ওখানটায়.. এখন ভাবলে-ই কেমন একটা অনুভূতি হয়.. কি ভেবে যে বলেছিলাম, আম্মা শাড়িটা পাঠিয়ে দেবেন, জানালার পর্দা বানাবো .. আম্মা-ও একজনকে দিয়ে শাড়িটা পাঠালেন আমার কাছে.. কোন প্রশ্ন-ই উঠলোনা কোথাও থেকে; যে , শাড়ি দিয়ে পর্দা বানাতে হবে কেন ? দুনিয়ায় কি কাপড়ের অভাব পড়েছে.. আজব খেয়াল... Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।