আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা পোস্ট

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

পরিচয় আমার জানতে চেওনা আর। কি হবে পরিচয় দিয়ে যদি তুমি আমার না হলে? কি হবে মনের আবেগ পদ্য লিখে যদি সেই পদ্যে তুমি ধরা না দিলে? যদি তোমার মনের আকাশে নাটাই ছেঁড়া ঘুরি হয়ে উড়তে না পারলাম পাখা মেলে কি হবে তবে তোমার কাছে আমার পরিচয় রেখে? কি হবে আমাকে নিয়ে ভেবে তোমার বসন্ত বেলার সুখ নষ্ট করে? কি হবে পাখির চোখে নীড় বাঁধার স্বপ্ন দেখে? যদি তুমি আমাকে আপন না ভাবলে? যদি তুমি আমায় কাছেই না ডাকলে কি হবে তবে খোঁপায় তারার ফুল গুজে? কারও অপেক্ষায় পথ চেয়ে বসে থেকে? তার চেয়ে এই ভালো পরিচয়ের মালায় জড়াবো না আমি আমার স্বপ্নের নীলপদ্ম হয়ে থাকবে তুমি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.