আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন বর্তমান সংবিধানের আলোকেই হবে : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন বর্তমান সংবিধানের আলোকেই হবে বলে জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দল যদি সুনির্দষ্টি প্রস্তাব আনে বা আলোচনা করতে চায় তাকে স্বাগত জানাবে তার সরকার।
 
আজ সকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ফোন করলে তার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে আরো জানিয়েছেন তার সরকার আলোচনা ও সংলাপের বিরোধী নয়। তিনি এর আগেও প্রধান বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দেন।

কিন্তু বিরোধী দলীয় নেত্রী সংলাপে সাড়া দেওয়ার পরিবর্তে আলটিমেটাম দিয়ে দেশে অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির চষ্টো চালান।  
 
প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদষ্টো ইকবাল সোবহান চৌধুরী জানান, আজ সকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে প্রায় আধা ঘণ্টা কথা বলেন। তিনি জানান, কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সার্বিক বিষয়ে কথা হয়েছে তাদের মধ্যে।
 
১৫ ও ২১ আগস্টের ঘটনায় শেখ হাসিনাকে সমবেদনা জানিয়ে বান কি মুন তাকে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবকে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.