আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ ও বিএনপিতে অবিশ্বাস বেড়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর আগের চেয়ে এখন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে অবিশ্বাস বহুগুণ বেড়েছে।
 
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত ‘বর্তমান সংশোধিত সংবিধান গণতন্ত্র বিরোধী: ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্রমূলক সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচন জরুরি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
 
মঈন খান বলেন, ‘বর্তমান সরকার আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার সৃষ্টি করেছিল। তারাই আবার পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতনে্ত্রর এ ছোট শিশুটিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।"
 
তিনি বলেন,  ‘দেশের মানুষ আগামীতে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সাধারণ মানুষ চায়, যোগ্য, সত্ ও মেধাবী প্রার্থীকে ভোট দিতে। এর জন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার। কিন্তু, বর্তমান সরকার সেই অবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।’

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.