আমাদের কথা খুঁজে নিন

   

নিজামউদ্দিন আউলিয়া লিপু ....... দেশের এক সোনার ছেলে ......

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
বাংলাদেশের এক সোনার ছেলে । নিজামউদ্দিন আউলিয়া লিপু........ অনেকেই তার সম্পর্কে জানেন । তবুও তার বর্তমান কার্যবিধি সম্পর্কে একটু লিখতে মন চাইলো.। তাই আপনাদের সাথে শেয়ার করলাম ...। বাংলা ব্যাঙ্গারস (Bangla Bangers) (সিটিভি মিডিয়া সাইটে বাংলা ব্যাঙ্গারস সম্পর্কে একটা আর্টিকেল ....।

) ডিসকভারি চ্যানেলে প্রচারিত একটি বাস্তবধর্মী টেলিভিশন সিরিজ। এই অনুষ্ঠানে অপেশাদার বাংলাদেশী গাড়ি নির্মাতা লিপু । সে এবং তাঁর টিম প্রতি পর্বে পুরানো ঝরঝরে একটি গাড়িকে ঝকঝকে নতুন একটি গাড়িতে পরিবর্তন করে থাকেন। এখানে দেখুন.......... লিপুর পূর্ণ নাম নিজামুদ্দীন আউলিয়া। নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ইত্যাদি অনুষ্ঠানে লীপুর তৈরী করা ফেরারি গাড়ি প্রদর্শনের মাধ্যমে তিনি সবার নজর কাড়েন।

ঢাকাতে তাঁর ঘরের গ্যারেজে বসে তিনি নষ্ট ও ভাঙ্গাচুরা গাড়ির বডি দিয়ে ও কম দামী গাড়ির ইঞ্জিন ব্যবহার করে তৈরি করে ফেলে বিশ্ব বিখ্যাত কিছু গাড়ির ল্যামবার্গিনি, ফেরারি প্রভৃতি গাড়ির অনুরূপ মডেলের গাড়ি তৈরী করেছিলেন। এর পরই নজরে পড়েন বিশ্ববাসীর । তাকে নিয়ে ডিসকভারি চ্যানেল প্রচার করে একটি ডকুমেন্টারি ফিল্ম । যেটা ধারাবাহিক ভাবে প্রচারিত হচ্ছে চপ সপ লন্ডন গ্যারেজ নামে ......ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও চিত্র পাবেন ...... বর্তমানে লিপু আউলিয়া বিশ্ব নন্দিত EA স্পোর্টস কোম্পানির জন্য গেম এর গাড়ির মডেল তৈরি করছেন ........ তার বিভিন্ন সময়ের কাজের উপর এখান থেকে কিছু ভিডিও ক্লিপ ডাউনলোড করতে পারবেন লিপু আমাদের দেশের গর্ব ......... সবাই তার জন্য দোয়া করবেন .......
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.