আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের চাবি সন্ত্রাস আর পর্ণোগ্রাফি শিকার আমার বোনটি..............



আওয়ামী লীগ সভাপতিমন্ডলির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে নিয়ন্ত্রণহীন আওয়ামী লীগ সংগঠন ছাত্রলীগকে নিজেদের মধ্যে মারামারি না করে প্রতিপক্ষকে মারারও পরামর্শ দিয়েছিলেন। অথচ কয়েকদিন আগেও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেবও পযর্ন্ত ছাত্রলীগ আর আওয়ামী লীগ মধ্যে পার্থক্য নির্ণয় করেছিলেন। ছাত্রলীগের অপকর্মের দায়ভার নাকি বর্তমান আওয়ামী লীগ সরকার নিবে না। তবে কি ছাত্রলীগের দায়ভার নেবার কেউ নেই, ছাত্রলীগ চলবে নিয়ন্ত্রণহীনভাবে। অব্যাহত থাকবে তাদের নানান অপকর্ম।

ছাত্রলীগের নয়া অপকর্মের নাম "চাবি সন্ত্রাস" আর "পর্ণোগ্রাফির"। এদেশের জনগণের উপর কত ধরনের নির্যাতনের স্টিম রোলার চালাবে প্রতিনিয়ত আতংক সৃষ্টি কারী উগ্র সংগঠন আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ১০ হাজার শিক্ষার্থী গতকাল ক্যাম্পাসে যেতে পারেননি।  সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মুক্তি, প্রক্টরের পদত্যাগ এবং নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত কমিটির ছাত্রলীগের নেতা-কর্মীরা গত রোববার সকালে ছাত্র-শিক্ষকদের বহনকারী ৫৭টি গাড়ির চাবি কেড়ে নিয়েছেন। ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিল ও বহাল রাখা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গত বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়।

উক্ত সংঘর্ষের ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারি গাফফার, আনিছুজ্জামানসহ সাতজনকে গ্রেপ্তার করে। আর এতে ক্ষিপ্ত হয়ে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাদের সমর্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গত রোববার সকাল সাতটার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডের কাস্টমস মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে যান। তাঁরা চালকদের কাছ থেকে সেখানে থাকা ২৫টি গাড়ির চাবি কেড়ে নেন। এ ছাড়া কুষ্টিয়ার চৌড়হাস ও ঝিনাইদহের গাড়াগঞ্জ থেকে আরও ৩২টি গাড়ির চাবি কেড়ে নেন। এসব গাড়িতে করে প্রতিদিন সকাল সাড়ে সাতটায় কুষ্টিয়া শহরে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ হাজার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে যেতেন।

গাড়ি বন্ধ থাকায় তাঁরা কেউই গতকাল ক্যাম্পাসে যেতে পারেননি। শিক্ষার্থী না থাকায় কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। ছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধারণ করা সেই ধর্ষনের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির শিকার হয়েছেন নবম শ্রেণীর ছাত্রী। ধর্ষনের শিকার নবম শ্রেণীর ছাত্রী ৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর বাজার থেকে খাতা কিনে বাড়ি ফিরছিল। এ সময় সখীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ইতিহাস ওরফে হাবিব, ছাত্রনেতা আরিফ, বাবুল ও আকাশ তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে সখীপুর হাজিপাড়ার একটি মেসে নিয়ে যায়।

সেখানে হাবিবুল্লাহ ইতিহাস তাকে ধর্ষণ করে এবং মোবাইলে এ দৃশ্য ধারণ করে। পরে আরেকজন ধর্ষণ করতে গেলে মেয়েটি সুযোগ বুঝে দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা মেয়েটিকে ধাওয়া করে। মেয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ধর্ষনের শিকার ছাত্রীর বড় ভাই জানান, বাবুল সখীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদারের ভাগ্নে ও আকাশ তাঁর নাতি। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের লোকজন থানা পুলিশকে মামলা না নেওয়ার জন্য চাপ দেয়।

কিন্তু বাদী উপস্থিত থাকায় থানা মামলা গ্রহণ করে। অপরদিকে অভিযুক্তদের প্রতিনিয়ত হুমকিতে ধর্ষনের শিকার পরিবারের সবাই আতঙ্কে রয়েছেন। সর্বশেষে.................................................... সিলেটের এমসি কলেজে সোমবার ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলের জের ধরে উদয় সিংহ পলাশ নামে ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। তিনি গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পলাশের বাড়ি কমলগঞ্চ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাণ্ডারী গাঁও গ্রামে।

তার বাবার নাম বীরেশ্বর সিংহ। সিলেটের এমসি কলেজে টিলাগড়ের রঞ্জিত গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল বিরাজ করছিল। এর জের ধরে দুপুর একটার দিকে প্রতিপক্ষের লোকজন পলাশকে একা পেয়ে বেদম মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই পলাশকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে তদন্তে প্রকাশ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.