আমাদের কথা খুঁজে নিন

   

আয়কর কেন নেয়া হয় বা দেয়া হয়

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

বাংলাদেশে প্রতি বছর আয়কর দেয়া যতটুকু জানি প্রত্যেক প্রাপ্তবয়স্ক আয়করকারি নাগরিক এর (সাংবিধানিক অথবা আয়কর বিধিমালা অনুসারে) কর্তব্য। আয়কর না দিলে আপনি আপনার নিজের নামে গাড়ী কিনতে পারবে না সম্ভবত জমি বা ফ্ল্যট ও কিনতে পারবে না। এখন পর্যন্ত আয়কর অনলাইনে বাংলাদেশে দেয়া যায়না (অবশ্য আয়কর বিভাগ ও ডিজিটাল বাংলাদেশ গড়বে!)। কিন্তু আয়ের ওপর কর দিতে কত রকমে ঘুষের ব্যবসা চলে, ত যারা আয়কর দেন এবং নেন তারা ভাল করেই জানেন। আয়কর দেয়ার সময় অতিরিক্ত কর দিয়ে থাকলে কেউ ঐ আয়কর ফেরত পেয়েছেন বলে আমার অন্ততঃ জানা নেই।

আমাদের দেশে আয়কর সঠিক ভাবে নেয়ার কোন ভাল অবকাঠামো নেই। "ফেরত দেবার" উদাহরন আয়কর বিভাগ দেখাতে পারবেন না(অন্ততঃ এই মূহুর্তে, পারলে ভাল)। সরকার আয়কর প্রদানকারীকে কি ভাবে সেবা দেবেন তাও উল্লেখ করেন নি। ক্যনাডাতে চাকুরীর বাজার(-) ভাল না হওয়া সত্যেও সামাজিক সেবা গুলো অতুলনীয়। ক্যনাডায় আমার আয়কর ছিল শতকরা ১৪% (সম্ভবতঃ ৮% প্রাদেশিক, ৬% কেন্দ্রীয়)।

+ সুবিধা হিসাবে সন্তানদের শিক্ষা ক্লাশ ১২ পর্যন্ত প্রায় বিনা বেতন। + হাসপাতালে ভর্তি হলে সকল চিকিৎসা সরকার বহন করে। + ডাক্তার ভিসিট সরকার বহন করে। শুধু ঔষধ নিজে কিনতে হয়। + অতিরিক্ত আয়কর দেয়া হলে বা নেয়া হলে বছর শেষে সরকার তা ফেরত দেবে এবং আপনার একাউন্টে তা সরাসরি জমা হবে।

+ যদি আপনার কোন আয় না থাকে এবং আপনার ব্যংক এ ১০০০(এক হাজার) ডলারের নিচে থাকলে, সরকার আপনার ভরন পোষন এর দায়িত্ব নেবে। কারন একসময় সরকার আপনার থেকে আয়কর নিয়েছে, যখণ আপনি স্বকার ও সক্ষম ছিলেন। এটা তাদের সংবিধানের একটি অংগ। আমাদের সরকারকে আমরা এবং আমাদের সংসদ প্রতিনিধিরা এ বিষয়টি কখনও তুলে ধরেছেন? আমি আয়কর দিচ্ছি অথচঃ- - অসুস্থ হলে সরকারী হাসপাতালে আমার স্থান নেই? - আমার আয় না থাকলে, কেন সরকার আমার ভরন পোষনের দায়িত্ব নেবেনা? - আমি যখন অক্ষম হয়ে যাব, তখন সরকারের কি দায়িত্ব (সাধারন নাগরিকের কর এ চালিত শুধু মাত্র সামরিক বাহিনীকে ও তার পরিবারকে কেন এই সুবিধা দেয়া হবে?) - একজন বয়স্ক নাগরিককে (যিনি যে কোন কারনেই হোক আর চাকুরী বা কাজ করতে সক্ষম নন) সরকার কি ভাবে তার পরিচর্যা করবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.