আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে প্রথমবারের মত আয়কর রিটার্ন জমা দিলাম আয়কর মেলায়..ঝামেলা ছাড়াই...

বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং......

গতকালই জীবনের একটা বড় দায়িত্ব সঠিকভাবে পালন করলাম। এই প্রথম আয়কর রিটার্ন জমা দিলাম। এতদিন করযোগ্য কোন আয় ছিল না বলে আয়করের মত জটিল বিষয় নিয়ে কোনদিন মাথা ঘামাই নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। গত বছর যা আয় করেছি, তা দেশের আইনে এবার আয়কর যোগ্য, তাই এবার মাথা ঘামাতেই হল।

কারণ, আমি সারাজীবন, নিজের কাছে সৎ হিসেবে থাকতে চাই। আর দেশকে কর দিতে চাই, কর ফাকি দিতে চাই না। অবশ্য আমার যা আয় তাতে দেশ যে সামান্য পরিমাণ কর পায় তা অতি নগণ্য। যাইহোক, গতকাল গিয়েছিলাম, কাকরাইলে অনুষ্ঠিতব্য দেশের প্রথম আয়কর মেলায়। কর রিটার্ন জমা দেব বলে আগের রাত থেকেই প্ল্যান করে রেখেছিলাম, সকালে উঠেই মেলায় যাব।

কারণ, পত্রিকায় মেলা প্রাঙ্গনে যে ভিড়ের ছবি ছাপা হয়েছে তা দেখে আগেই সতর্ক হয়ে গিয়েছিলাম। তারপরও আমি যখন মেলায় হাজির হলাম, তখন লম্বা লাইন হয়ে গেছে। বিশ মিনিটের মত লাইনে দাড়িয়ে থেকে যখন মেলার ভিতরে ঢুকলাম, তখন দেখি, সেখানে নি:শ্বাস নেয়ার মত জায়গাও নাই। এত ভিড়। এত মানুষ নিজে থেকে আয়কর দিতে এসেছে।

আমি হেল্প ডেস্কে গেলাম। কারণ, আমি নতুন করদাতা। ডেস্কের লোকজন হেল্প করায় আমার সমস্ত কাল মাত্র একঘন্টার মধ্যেই হয়ে গেল। আর ঠিক এই একই কাজ যদি কর অফিসে করতে যেতাম, তাহলে বোধহয়, একমাসেও হত না। উল্টো আরও হয়ত ঘুষ দিতে হত, যার পরিমান হয়তবা আমার দেয়া করের চেয়েও বেশি হত!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।