আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় আয়কর দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ জাতীয় আয়কর দিবস। দেশের সামর্থ্যবান সব জনগণকে 'ট্যাক্স এডুকেশন বা কর-শিক্ষা'য় উৎসাহিত করতে প্রতিবছর এ দিবস পালন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দিবসের সাফল্য কামনা করে দেশবাসীর প্রতি কর প্রদান সংস্কৃতি বিকাশের আহ্বান জানিয়েছে এনবিআর। আয়কর দিবস সফল করতে র্যালিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর প্রশাসন। এ উপলক্ষে সকাল ৮ টায় সেগুনবাগিচাস্থ রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে র্যালির আয়োজন করেছে এনবিআর।

আয়কর দিবসটি কেন্দ্র করে ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান এবং প্রতিটি জেলার সর্বোচ্চ এবং দীর্ঘমেয়াদি করদাতাদের পুরস্কার ও সম্মাননা দেবে এনবিআর। এছাড়াও দেশের ৬৪ জেলায় আয়কর মেলার আয়োজন করছে এনবিআর।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেন বলেন, আয়কর বিষয়ে জনগণকে সচেতন করতে সারা দেশে মেলার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে অনলাইনে কর সেবার বিষয়টিও সারা দেশে ছড়িয়ে দিতে চায় রাজস্ব বিভাগ।

আগামীকাল থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ৭ বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী আয়কর মেলা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এনবিআর।

রাজধানীতে ইস্কাটনস্থ অফিসার্স ক্লাবে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় করদাতারা অনলাইনে টিআইএন সনদ গ্রহণ ও রিটার্ণ দাখিলের সুবিধা পাবেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.