আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমে অন্ধ অন্ধকারে...

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

একপাশে ধানখেত শালিকডানায় অগোছালো রোদ আর পেছনে আগামী গত হয় নির্বিবাদ আসো বরং নেমে যাই ক্রমশঃ হলুদ টিয়ের ঠোঁট ও সবুজপাতার কার্ণিশে নেই কোথাও যারা তাদের গান বাতাস চরকা কাটে বাতাসে চোখ রাখি ভুল আলোর রঙ ও মৃদু কোলাহল... বিভ্রম বিভ্রম অপার্থিব মৌমাছি আর মলিন ওড়না আর কালো শাড়ি আসো বরং নেমে যাই ক্রমশঃ ধানখেত শালিকডানা অদৃশ্য দৃশ্যের ভীড়ে একজন অন্ধ ও একজন অন্ধকার তারপর লাল লাল নেমে যায় ক্রমশঃ তীব্র মৌমাছি ও মাছিদের গলা বেয়ে বেয়ে নিভৃত লালে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।