আমাদের কথা খুঁজে নিন

   

সবাকের ৩য় দৃষ্টি , নাস্তিকের ৩য় SYNONYM

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি
ব্লগার সবাকের ঈশ্বরের উপর গাঁজাখোরের খেদোক্তি বিষয়ক পোস্টে তাকে প্রশ্ন করেছিলাম : উত্তর পেলাম : ঐ ব্লগের তৃতীয় দৃষ্টি হলেন ব্লগার সবাক নিজেই। আবার প্রশ্ন করলাম: সবাকের এই বারের উত্তরটা স্রেফ পিছলে যাওয়া । দেখেন: ব্লগার সবাক নাস্তিক। ভাবলাম নাস্তিকরা একটু পিছলে যাওয়া স্বভাবের হয়। অস্বাভাবিক নয়।

কিন্তু এবার উনি একটু বেশী পিছলে গেলেন। ২:০৩ মিনিটে দেয়া রিপ্লাই মুছে দিলেন! যাইহোক : নাস্তিক প্রসংগে একটি কথা মনে পড়ে গেলো। GRE পড়ার সময় ভোকাবুলারীতে এটা খুব কশাসলি ফলো করেছিলাম। ২ টি শব্দ আছে এই ব্যাপারে। 1. Agnostic : যারা খোদা থাকুক বা না থাকুক এই ব্যাপারে Impassive , কিছুই যায় আসে না তারা।

না বিশ্বাসী , না অবিশ্বাসী। আত্নমগ্ন 2. Atheist : এরা খোদা বিশ্বাস করেনা , প্রচন্ড কড়া ভাবে খোদা বিশ্বাসের এবং বিশ্বাসীদের বিরোধিতা করে। ব্লগার সবাকের পিছলানোর কারনে মনে হলো ভোকাবুলারীতে নাস্তিক শব্দের ৩য় Synonym হিসেবে আরেকটি শব্দ যোগ করা দরকার। কারন: ১. উনি খোদা বিশ্বাসের ব্যাপারে Imapssive বা গা ছাড়া (আমার কি আসে যায়) নন । ২.উনি খোদা বিশ্বাস এবং খোদা বিশ্বাসীদের কড়া ভাবে বিরোধীতা করেন।

৩. কিন্তু উনি খোদা বিশ্বাস করেন!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.