আমাদের কথা খুঁজে নিন

   

ফাল্গুন -- আহমদ ছফা

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

ফাল্গুন আহমদ ছফা কি করে ফেরাই চোখ চারদিকে ফাল্গুনের উজ্জ্বল পোস্টার জ্বলছে তরুর শীর্ষে বসন্তের রঙের আগুন বাতাসে পড়ছে ফেটে পুষ্পকণ্ঠে কোমল ঘোষণা পাতা ঝরো, পাতা ঝরো, বুড়ো পাতা ঝরো। কি করে ফেরাই চোখ শিমুল ছেড়েছে গুটি আকাশে জ্বলছে যেন আকাশ প্রদীপ লাল চোখে রক্ত-বর্ণ আগুনের কণা আকাশ কাঁপছে ডরে আকাশের গায়ে রাঙা জামা। কি করে চুপচাপ থাকি বেবাক নিসর্গ গায় যৌবনের গান পাতা ঝরো, পাতা ঝরো, বুড়ো পাতা ঝরো। কোথায় সরাব নাক আমের চঞ্চল বউল দশদিকে ছুঁড়ে মারে ঘ্রাণ ভাপানো পিঠের মত আমাদের পৃথিবীর প্রাণ ডানা ঝেড়ে নড়ে ওঠে প্রাণের পাতালে রটে কম্পমান বাণী পাতা ঝরো, পাতা ঝরো, বুড়ো পাতা ঝরো। কি করে বধির থাকি শ্রবণ উঠছে নেচে বিহঙ্গের কণ্ঠে ঝরে অপূর্ব কুজন বাতাসে তানপুরা ধ্বনি আলোড়িত বিলোড়িত প্রাণ নীরবে মিলাতে চায় ধ্বনিময়তায় এমন সুন্দর দিনে ঘরে কেবা যায় বিদ্যুৎবরণী সুরে গর্তের বাসায় সর্পকুল উঁচিয়েছে ফণা জুড়েছে উদ্দামনৃত্য সুখবড় পাতা ঝরো, পাতা ঝরো, বুড়ো পাতা ঝরো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।