আমাদের কথা খুঁজে নিন

   

ফাল্গুন আজ দ্বারে..............!

তরুণ ব্লগার ০১৭১৯২৩২০১২

ধ্যানে যাও দেখবে ফাল্গুন এসে গেছে দ্বার প্রান্তে মনকে বুঝিয়ে নাও দেখবে একুশের একুশটি ফুল চলে গেছে শহীদ মিনারের পাদদেশে। মনকে শান্ত করি আমি এখন স্থির হও, অম্লান অক্লান্ত হয়ো না পাগলের মতো পাখিদের মতো। মনকে বুঝায় আমি ধ্যানে যাও দেখবে ফাল্গুনের চেতনায় জাগ্রত হয়েছে শহীদ মিনারের চারটি স্তম্ভ, চারটি স্মৃতি, মা, মায়ের আর্শীবাদের হাত। মন বড়ই দুরন্ত,বড়ই চঞ্চল দমবার পাত্র নয় এই মন......... এই মন গর্ভধারিনী মায়ের স্বর্গীয় আত্মার কাছে জন্মদাতা পিতার কাছে জানতে চায়.......জিজ্ঞাসায় ফাল্গুনের চেতনা জাগ্রত হবে কি? বোমাবাজ আর জঙ্গীদের পতন হবে কি? ................................................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।