আমাদের কথা খুঁজে নিন

   

আশিক রেজার নৈবেদ্য ঃ বইয়ের হাটে নিবেদিত শব্দাবলী

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া

কত কিছুই না বলছে অনাদী কাল মানুষের মুখ যখন থেকে ভাষা পেল। নিঃশব্দ গ্রহ মুখরিত। মানুষের নীতিগত, অনৈতিক, মূখ্য,গৌণ চাওয়া সব প্রয়োজনীয়, ফালতু প্যাচাল সমূহ দখল করে নিতে থাকে অপরাপর জাগতিকের জগৎ তবু তারা ভালো ছিল। কবিগণ জন্মালো- শব্দেরা মূর্ত হয় হাসি কান্নার, অগণন বিমূর্ত ভাবনার ক্রমশ উদ্বাস্তু হয় মানুষের প্রতিবেশীগণ তবু তারা বেঁচে ছিল। কবিগণের কণ্ঠে ধ্বনিত হলো গাণ আর উদ্বাস্তুগণ ? নিয়তির ফের হারালো কণ্ঠ তাদের অপরাপর দখলসূত্রে ভূমির মালিক অন্যের জাত দখল করা স্বঘোষিত জাতীয়তাবাদীদের কাছে।

তারা কি বেঁচে ছিল তখনও ? কে জানে। হয়তো । হয়তো না। ক্রমশঃ মানবীয় অ’র কাছে বাস্তচ্যুত হয় স্বাধীনতার পাইকারী বিক্রেতারা, তাদের কবিগণ অপ্রয়োজনীয়, অচ্ছ্যুত, কতিপয়ের বিষয়ে পরিণত হয় কাব্য,ভাষ্য গাণ বিবর্তণের এই পর্যায়ে পরাজিত কবিগণ পিছু হটতে হটতে শাহবাগের আজিজ মার্কেট হয়ে যখন কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামে- মুখোমুখি মার্কেটে খাঁচায় বন্দী অবশিষ্ট প্রতিবেশীগণ সহসা অট্টহাস্যে ফেটে পড়ে। ক্রমশ লজ্জ্বায় নুব্জ কবিগণ, তাদের কাব্য, ভাষা হয়ে পড়ে শব্দহীন ছবি মাত্র এবং বধির তাদের সামনে দিন রাত কাব্য করে অভিবাসী পাখিরা, বাদরেরা, সাপেরা, অভিহিত ইতরেরা।

তাদের গাণ, কবিতা সমেত তারা রপ্তানি হয় নব্যধনীদের বৈঠক খানায় যেখানে একদা মানবীয় শব্দ সৈনিকদের যাতায়াত ছিল। । ২১/০৬/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.