আমাদের কথা খুঁজে নিন

   

আশিক রেজা'র ৩টি ছোট নৈবেদ্য

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া

(১) আমরা’র শোন হে, বন্ধু আমার- জগতে-একমাত্র আমিই নিরঙ্কুশ তোমার। বাকী সব- আমরা’র। হ্যাঁ। আমাদের। ঈশ্বর থেকে শয়তান অবধি।

আকাশ। পাতাল। এবং এই উভয়ের মধ্যবর্তীগণ। ৩০/০৩/১০। (২) বন্দনা তোমাকে ভাবনা করি হে, ঈশ্বর।

কিন্তু- শরীর বৃত্তীয় আমার নমিবার বেদী প্রয়োজন। স্বীকার্য উপপাদ্য -জনন ইন্দ্রীয় এক জনপ্রিয় বেদী। ব্যপনে কাটা কান, স্খলিত চোখ, সংক্রামক হাসি। (৩) পরিচয় ডালে ডালে তব কুসুমভার কাছে গিয়ে ভুল তবে ভাঙলো আমার ফুল নয়, ফুল নয় শত মৌমাছি একফোঁটা ফুল লয়ে করে গুঞ্জন। ০৫/০৯/০৯


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.