আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি মানববন্ধন

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

পুলিশের বাধার মুখে আজ বিএনপি'র মানববন্ধন কর্মসূচি পালন হয়নি। গত ২৭শে জুন হরতালের সময় দলের নেতা-কর্মিদের গ্রেপ্তারের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছিল। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে এ কর্মসূচি পালন করার কথা ছিল। ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কোথাও দাঁড়াতে দেয়নি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিএনপির ডাকা হরতালের দিন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি সহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন : বিএনপি শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে চায়। এ কর্মসূচিতে বাধা দেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন : কেউ আইন ভাঙলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এদিকে, দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে একই সময় মানববন্ধন করছে জামায়াতে ইসলামী। সূত্র: এবিসি রেডিও ৮৯.২ এফ এম, ০৭.০৭.১০ দুপুর ১২ টার খবর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.