আমাদের কথা খুঁজে নিন

   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়... এবং কিছু কথা

একবুক আশা নিয়ে শুরু করলাম।আপনারা আমার সাথেই থাকুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এতদিন শুধু বিভিন্ন যৌন নীপিড়নের কারনে বিখ্যাত ছিল, কিন্তু এই নুতন প্রজন্ম এসে প্রমান করলো এই বিশ্ববিদ্যালয় আরো অনেক কারনে খবরের শিরোনাম হতে পারে। ঘটনার শুরু গত বছরের প্রথম দিকে অয়ন-আজিবুর গ্রুপের সাথে তৎকালীন ছাত্রলীগের জনি-সোহেল পারভেজ গ্রুপের সংঘাতের শুরুর মধ্য দিয়ে। সবাই দাবী করে নিজেরা ক্যম্পাসে যখন ছিল তখনই ক্যাম্পাসের সেরা সময় কাটিয়েছে।আমিও সেই দাবীই করছি।আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছি তখন সেটা পরিচিত ছিল বামের স্বগর্রাজ্য আর সংস্বৃতির তীথর্স্থান হিসাবেই কিন্তু সহিংসতা যে একেবারেই ছিলনা সেটা নয় তবে সেটার ভয়াবহতা এতটা কখনই ছিলনা। বিভিন্ন চ্যানেলে যখন আহতদের ইন্টারভিউ নেয়া হচ্ছিল সেখানে দেখলাম ক্ষতিগ্রস্ত হয়েওতারা তাদের নেতাদের বাচানোর জন্য প্রানন্ত চেষ্টা করছে,অথচ নিজেদের এতবড় ক্ষতির জন্য একবারো আফসোস করছেনা। এই দায় কার? নুতন প্রজম্মের, নাকি নুতন প্রজম্মকে যারা নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে তদের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.