আমাদের কথা খুঁজে নিন

   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এক টিকিটে দুই ছবি...



গতকাল যানজটমুক্ত চমৎকার আবহাওয়ায় পাবনা থেকে ঢাকা আসলাম । যমুনা ব্রীজের দুই পার্শের জলজ নৈসর্গ আর সাভার ক্যান্টনমেন্টের সাজানো সবুজ আমাকে বরাবরই মুগ্ধ করে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত পরিসর পার হয়ে আসতে আসতেই একটি লেখাতে চোখ আটকে গেল...। বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের উল্টোপার্শ্বের রাস্তা সংলগ্ন দেয়ালে লেখা একটি রাজনৈতিক স্লোগান: "শুধু ভালো কর্মী হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে..." আমাদের বিশ্ববিদ্যালয়ের অতি শ্রদ্ধাভাজন এক শিক্ষক বলেছিলেন: পড়াশোনার পাশাপাশি বিনোদন/সাংস্কৃতিক কর্মকান্ড, বিনোদনের পাশাপাশি পড়াশোনা কখনই নয়...। মুখ্য এবং গৌণতার বিষয়টি সবসময়ই তাতপর্যপূর্ণ । এক শ্রেনীর অসাধু সিনেমা ব্যাবসায়ী তাদের সিনেমা হলে বাংলা সিনেমার পাশাপাশি ফাও হিসাবে একটি পর্ণো ছবি দেখায়...। এক বেসরকারী জরিপে দেখা গেছে, এসব (দুই) ছবি দেখতে আসা বিশেষ শ্রেনী মুলত ফাও ছবিটিই দেখতে আসে, অর্থাৎ গৌণতাই যেখানে মুখ্য আকর্ষণ। প্রিয়/বিচক্ষণ পাঠক, ভেবে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐ দেয়ালে লেখা স্লোগানটি পড়ে আপনার কাছে কোনটিকে মুখ্য মনে হয়: ভালো কর্মী হওয়া নাকি ভালো ছাত্র...?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.