আমাদের কথা খুঁজে নিন

   

উত্সবের বিকেলে পিকে-সংয়ের হাতাহাতি

শিরোপা-জয়ের আনন্দ ছিল চারদিকে। ফুটবলাররা এসেছিলেন স্ত্রী-বান্ধবীদের নিয়ে যুগলবন্দী হয়ে। খোলা বাসে করে পুরো বার্সেলোনা শহর প্রদক্ষিণও হচ্ছিল। সমর্থকেরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিল কাতালানিয়া প্রতিনিধিদের। এর মধ্যেই বাধল বিপত্তি।

আনন্দ অনুষ্ঠান কলুষিত হলো জেরার্ড পিকে আর অ্যালেক্স সংয়ের হাতাহাতিতে।
পিকে-সংয়ের ঝগড়া ও হাতাহাতির পুরো দৃশ্যের ভিডিও ফুটেজ এখন ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বার্সা কর্তৃপক্ষকে যারপরনাই বিব্রত করছে, এতে কোনো সন্দেহ নেই।
ফুটেজে দেখা যাচ্ছে, বার্সেলোনা শহর পরিভ্রমণের একপর্যায়ে পিকে ও সংয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তাঁদের থামানোর চেষ্টা করেন গোলরক্ষক ভিক্টর ভালদেস ও অধিনায়ক কার্লোস পুয়োল।

একপর্যায়ে সংকে কষে চড় লাগান পিকে। হতভম্ব পুয়োল ও ভালদেস। সবচেয়ে বড় কথা, পরবর্তী সময়ে ক্লাবের দেওয়া পার্টির যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে কোথাও সংকে দেখা যায়নি।
এদিকে, খোলা বাসে করে খেলোয়াড়দের শহর পরিভ্রমণও খুব একটা সুশৃঙ্খল ছিল না। খেলোয়াড়দের আচরণ নাকি ছিল নিদারুণ উদ্ধত।

তাঁরা দেদারসে বিয়ার খেয়ে রাস্তায় বোতল ও ক্যান ছুড়ে মারছিলেন। পুরো সময় ট্রাফিক পুলিশকে ব্যস্ত থাকতে হয়েছে বিয়ারের খালি ক্যান সরানোর কাজে।
বার্সেলোনার রাজনীতিকেরা বার্সেলোনা ক্লাবের এই উচ্ছৃংখল শিরোপা-উত্সবে নাকি ভীষণ ক্ষুব্ধ। তাঁরা বলেছেন, বিশ্বখ্যাত সব তারকা ফুটবলার বিয়ার খেয়ে রাস্তায় বোতল ও ক্যান ছুড়ে সমর্থকদের কাছে খুব বাজে উদাহরণ তৈরি করলেন। ওয়েবসাইট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।