আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফুটবলঃপরাজিত আর্জেন্টিনা,কিছু কথা।

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

====== ======= ======== ========= ========== =========== ============ ============= ============== =============== ================ ================= =================== আমি ব্যাথিত । খুবই ব্যাথিত । হৃদয় আমার ভরাক্রান্ত ।

অনেক খারাপ লাগছে । কষ্টে বুকটা ফেটে যাচ্ছে । আমার প্রিয় দল আর্জেন্টিনা গতকাল জার্মানের কাছে ৪-০ গোলে হেরেছে । খুব বাজে ভাবে হেরেছে । বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে ।

আর্জেন্টিনা পরাজয় ! এটা মেনে নিতে পারছিনা , মেনে নিতে কষ্ট হচ্ছে । তারা তো ফেবারিট দল ছিলো , ভালো খেলোয়ার ছিলো । তাদের তো অন্তত সেমিফাইনাল পর্ষন্ত খেলা উচিত ছিলো, কিন্তু সেমিফাইনাল তো দুরে থাক,কোয়ার্টার ফাইনালে ০-৪ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে । গতকাল আর্জেন্টিনা-জার্মানের খেলা দেখেছিলাম আমি। খুব করুন দৃশ্য ছিলো খেলা ।

১টা ১টা করে ৪টা গোল হজম, যেন একেকটা যেন ছুরির বিধছিল বুকে । ক্ষত-বিক্ষত করছি হৃদয়টাকে । খেলা দেখে মনে হয়নি যে, কোন ফেবারিট দলের সাথে খেলছে জার্মানীর দল। মনে হচ্ছিলো কোন নবাগত বাচ্চা দলের সাথে খেলছে । আমার প্রিয় দলের এই দুরবস্হার জন্য আমি ব্যাথিত ,খুবই ব্যাথিত, আমার এই সমবেদনার সাথে ব্যথিত বন্ধু-বান্ধব স্বজন প্রীতিরাও।

গতপরশু ব্রাজিলের খেলা দেখেছিলাম আমি, দেখেছিলাম তাদের পরাজয়ের দৃশ্য । অবলোকন করেছিলাম সমর্থকদের আক্ষেপ,আহাজার করুন দৃশ্য । তখন কষ্টটা বুঝতে পারি নাই। ব্রাজিলিয়ানদেরকে অনেক টিটকারী মেরেছিলাম ঊপহাস করেছিলাম । এখন পারছি বুঝতে পরাজয়ের বেদনাটা কত কষ্টের ! জার্মান যে জিতেছে তার মানে এই নয় যে তারা ই সেরা।

সামনে হয়তো পরাজয়ের অপেক্ষা করছে তাদের জন্য, এখনো অনেক পথ বাকী আছে তাদেরকে সে পথ পাড়ি দিতে হবে । তবে প্রত্যাশা করবো তাদের ভালো খেলার,কামনা করবো কাপ জিততে পারে । আর্জেন্টিনা বা ব্রাজিল হেরেছে তার মানে নয় যে তারা বাজে বা পরাজিত দল, ফুটবল বিশ্ব থেকে ছিটকে পড়েছে কোয়ার্টার ফাইনাল পর্ষন্ত আসতে পেরেছে এটাই বেশী। হয়তো কোন ভুল ছিলো বা পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। ভবিষ্যতে ভুল গুলো শুধরিয়ে ভাল খেলবে অর্জন করবে কাংখিত সফলতা ।

এই প্রত্যাশা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.