আমাদের কথা খুঁজে নিন

   

নতুন জীবন শুরু



শুরু হলো নতুন জীবন, মানে আরেকটি নিষ্ঠুর দুনিয়া। যা মায়ের আদরে থাকলে বুঝা যায় না। ছট্টবেলা যখন আমরা কাদঁতাম তখন মা আমাদের কোলে নিয়ে বুকে জড়িয়ে গায়ে হাত বুলিয়ে কত না আদর করতেন আর বলতেন লক্ষ্যি সোনা আমার কাঁদে না, দেখো তোমাকে আদর করছি। কিন্তু আমরা তো কখনো ছোট থাকিনা। বড় হচ্ছি মা তখনও আমাকে নিয়ে অনেক ভাবতেন।

কারণ মা ছাড়া আপন বলতে কেউ যে থাকেনা, না ভাই, না বোন। তাই মায়েই যা চিন্ত করনে। বড় হচ্ছি আস্তে আস্তে বাড়ছে বয়স সাথে যাচ্ছে দৈন্দিন জীবন জীবনে আসলো ভালোবাসা নামক যন্ত্রনা। যাক এবার আসি ফ্যামিলি ষ্ট্যটাস, আমরা চার বোন তিন ভাই আর আমার পরান পাখি মা। আমি সবার ছোট সে হিসেবে হওয়ার কথা ছিল সবার আনন্দের।

আনন্দ কিন্তু বোনদের কাছে যতেষ্ট পেলাম কিন্তু আমার বড় ভাইরা আমাকে দেখতেও পারতো না। কেন জানিনা? পড়ালেখা বেশীদূর করতে পারিনি। শুরু করলাম ভাইয়ের সাথে ব্যবসা (কম্পিউটার প্রশিক্ষণ) বছর দু'এক যেতে না যেতে ভাই আমাকে অবিশ্বাস করতে শুরু করল তার করণও আছে যেটা পৃথিবীতে বাস্তব সংঙ্গা আর সেটা হচ্ছে বিয়ে নামক ছলনা। দুই ভাই বিয়ে করল শুরু হলো যন্ত্রণা সুন্দর সাজানো একটি সংসার ছিল আমাদের দুই ভাবি ঘরে পা রাখতেই শুরু হলো ঝামেলা ভাই আমার ভবিষ্যত চিন্তা করলো না। শেষ পর্যন্ত আমার নিয়তি কে কোমরে নিয়ে ছুটলাম নিষ্ঠুর দুনিয়ার গোল চক্করে অকেন ঘুরে শেষ পর্যন্ত একটি স্বল্প বেতনের চাকুরি পেলাম।

কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে। বাস্তবতা আমাকে ঠেলে দেয় অন্ধকার ঘহিন অন্ধকারের দিকে এখনো পর্যন্ত বেঁচে আছি এটাই সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া যানাচ্ছি................................................. অহিদুল ইসলাম (০১৯১৮৩৯৯৬৪১)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.