আমাদের কথা খুঁজে নিন

   

বেকহামের আবেগী বিদায়

ম্যাচের তখন ৮১ মিনিট। পিএসজি কোচ কার্লো আনচেলোত্তি তুলে নিলেন ডেভিড বেকহামকে। পুরো স্টেডিয়াম জুড়ে আবেগের স্রোত। পিএসজির হোম ভেন্যুর দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানালেন ইংলিশ কিংবদন্তীকে। জড়িয়ে ধরলেন সতীর্থরা।

এমনকি হাত মেলালেন প্রতিপক্ষ ব্রেস্টের ফুটবলাররাও, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না বেকহাম। পিএসজির মাঠে তার শেষ ম্যাচে তাই তৈরি হল এক আবেগঘন পরিবেশ। ইংলিশ ফুটবলের রাজপুত্রের শেষ ম্যাচ বলে কথা। তবে এটাই বেকহামের শেষ নাকি পিএসজির মাঠে শেষ ম্যাচ নিশ্চিত নয়। ডেইলি মেইল জানিয়েছিল, ব্রেস্টের বিপক্ষে ম্যাচের পর আর মাঠে নামবেন না বেকহাম।

শনিবার রাতে ৩-১ গোলে জয়ের পর মৌসুমের শেষ ম্যাচটা না খেলার ইঙ্গিত অবশ্য আছে তার এ কথায়, ‘প্যারিসে এভাবে শেষ করতে পারাটা বিশেষ স্মৃতি হয়ে থাকবে আমার ক্যারিয়ারে। এখন সময়টা উপভোগ করতে চাই পরিবারের সঙ্গে। এর চেয়ে ভালো শেষের কল্পনা করতে পারিনি। চারটি আলাদা দেশের হয়ে লিগ জেতাটা স্মরণীয় হয়ে থাকবে আমার ক্যারিয়ারে। ’ পিএসজির মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে অধিনায়কের আর্মব্যন্ড ছিল বেকহামের বাহুতে।

পিএসজির হয়ে দুগোল করেন ইব্রাহিমোভিচ। বেকহামের কর্নার থেকে নেওয়া ভলিতে অন্য গোলটি মাতৌদির। ব্রেস্টের হয়ে এক গোল ফেরান ব্রেনসচোপ। এ নিয়ে চলতি মৌসুমে ২৯ গোল হল ইব্রার, যা তার ব্যাক্তিগত সেরা। তবে ফ্রেঞ্চ লিগা ওয়ানে এক মৌসুমে সর্বোচ্চ ৩০ গোলের রেকর্ড ১৯৮৯-৯০ মৌসুমে জিয়ের পিয়েরে পাপার।

শেষ ম্যাচে এক গোল করলে তাকে স্পর্শ করবেন ইব্রা। আর এর বেশি করলে ওই রেকর্ডটি চলে আসবে তার দখলে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।