আমাদের কথা খুঁজে নিন

   

বেকহামের সাহায্যে ক্রুজ

‘ন্যাশনাল এনকোয়ার’ ম্যাগাজিনকে এক সূত্র জানিয়েছে, বেকহাম সবসময়ই অ্যাকশন ফিল্মের তারকা হতে চান, আর ক্রুজ এ বিষয়ে তাকে সাহায্য করবেন বলে অনেক আগেই কথা দিয়েছিলেন।
গসিপ ওয়েবসাইট ‘এন্টারটেইনমেন্ট ওয়াইজ’ জানিয়েছে, বেকহাম ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের মে মাসে একটি খেলার পর ২০ বছরের খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেবেন।
সূত্র আরও জানিয়েছে, বেকহাম এরপরও ফুটবল খেলাকে ভালোবাসবেন; কিন্তু তিনি মনে করেন অ্যাকশন সিনেমায় কাজ করার জন্য এটাই শ্রেষ্ঠ সময়।
এর আগে আমেরিকায় বসবাসের সময়ে বেকহাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে  টম ক্রুজের বন্ধুত্ব গড়ে ওঠে। তবে বর্তমানে বেকহাম তার পরিবারের সঙ্গে লন্ডনে বসবাস করছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।