আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেকে ফুটবল খেলা শেখাতে বেকহামের কাছে ব্রাড পিটের প্রস্তাব

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি বিয়ে করেছেন_ এ খবর এখন পুরনো। নয়া খবর হচ্ছে তাদের পাঁচ বছর বয়সী পালক পুত্র ম্যাডক্সের জন্য ফুটবল প্রশিক্ষক হিসেবে চাচ্ছেন ইংল্যান্ডের খ্যাতিমান ফুটবলার ডেভিড বেকহামকে। ম্যাডক্স ডেভিড বেকহামের ফুটবল টিমের একজন ছাত্র। িকন্তু ব্রাড পিট ম্যাডক্সকে আলাদাভাবে বেকহামের কাছে ফুটবল শেখাতে চাইছেন।

ব্রাড পিট বলেন, 'আমি বেকহামকে বলেছি যদি কোনো সুযোগ থাকে তাহলে ম্যাডক্সকে যেন আলাদাভাবে হাতে-কলমে ফুটবল খেলা শেখানো হয়। কারণ ফুটবলের প্রতি ওর আকর্ষণ অদম্য। আমিক চাই সে ভালোেেস যে কাজটি করতে চায় তা করতে কখনো যেন পিছপা না হয়। ' তবে এ ব্যাপারে ডেভিড বেকহামের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ব্রাড পিটের প্রস্টস্নাব বেকহাম ফিরিয়ে দেবেন না বলেই ধারণা করছেন অনেকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।