আমাদের কথা খুঁজে নিন

   

জাকির নায়েক কত বড় ভন্ড! সে মহিলাদের নবী দাবী করেছে!

আমি একজন সরল, সোজা মানুষ। সত্য বলতে, জানতে, জানাতে পছন্দ করি।

যারা মিস্টার জাকিরের লেকচারের শুনেছেন, তারা জানেন সে দুই নৌকায় পা রেখে কিভাবে দুই নৌকাই এড়িয়ে চলে। এটা তার মেধার পরিচয় নয়, এটা ভন্ডামী। কারণ সে ঈমান নিয়ে ভন্ডামী করছে।

একটি উত্তর দিন তো, কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনার বাবা কয়জন? আপনি হলে বলবেন, 1 জন। কিন্তু মি. জাকির হলে বলবে, আপনি যদি বাবা বলতে গার্জিয়ান  বুঝান তাহলে আমার বাবা 5 জন, আর বাবা বলতে উপার্জনকারী বুঝান তাহলে আমার বাবা 3 জন। আমার কথা বিশ্বাস হল ন! দেখুন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মহিলাদের থেকে নবী এসেছে কিনা। আর সে কি বলেছে! সবাই দেখুন, প্রথমে জাকির নায়েক বলেছে, - ‘যদি নবী বলতে আপনি বুঝেন এমন এক ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে বানী গ্রহণ করেন ও যিনি মানব জাতির নেতা হিসাবে কাজ করেন তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি ইসলামে আমরা কোন নারী নাবী পাইনি’ সবাই খেয়াল করুন, এরপর সে কি বলেছে। জাকির নায়েক বলেছে, " যদি আপনি নবী বলতে বুঝান আল্লাহর প্রিয় ব্যক্তি তাহলে কিছু মহিলার উদাহরণ হল- বিবিমরিয়াম,আসিয়া,খাদিজা,ফাতেমা(রা)” এর সপক্ষে ভন্ড ধর্ম ব্যবসায়ী জাকিরের এক অন্ধ ভক্ত বলতে চেয়েছেন, " জাকির এখানে তাদেরকে নবী বলেন নি বরং আল্লাহর প্রিয় ব্যক্তি বলেছে।

" কিন্তু খেয়াল করুন, জাকির নায়েক আল্লাহর প্রিয় ব্যক্তি বলতে কাদের বুঝিয়েছে? নবীদেরকে। আর তারপরই সে সম্মানিত মহিলাদের নাম বলেছে। তার মানে কি দাড়ায়? নবীর অর্থ কি আল্লাহর প্রিয় ব্যক্তি? এই সংজ্ঞা সে নিজেই দিল, তাকে কিন্তু কেউ বলে নি। এরপর সে নিজেই মহিলাদের থেকে উদাহরণ টানল। এখন আল্লাহর প্রিয় ব্যক্তি তো একজন উম্মতও হতে পারে।

অথচ সে ইশারায় মহিলাদের নবী দাবী করল যা তার ভন্ডামীর খোলস খুলে দিয়েছে। এখন কথা হচ্ছে, নবী বলতে যদি আমি বুঝাই, এমন কথা আসবে কেন? ইসলাম কি বলে সেটা মি.জাকিরের কাছে জানতে চাওয়া হয়েছিল, সে যদি এটা হয়, সেটা হয় বলে কেন! ইসলাম কি তার মনগড়া? এমন বেকুবের মত উত্তর দেয়ার কোন মানে আছে! সে আলাইহাস সালাম না বলায় নাকি নবী দাবী করা হয় না। তাহলে আলাইহাস সালাম বললেই কি নবী দাবী করা হয়? যেমন: হযরত হাওয়া আলাইহাস সালাম, হযরত মরিয়ম আলাইহাস সালাম। জাকির নায়েক তো ভন্ড আছেই, তার চেলাগুলাও এত মূর্খ কেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.