আমাদের কথা খুঁজে নিন

   

জার্মান শয়তানী বেশিদিন টিকে না পৃথিবী এইটা জানে

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আজকে খুব বেশি হই হল্লা নাই, মৃতের মত স্তব্ধ এই পৃথিবী। আমি ইউরোপীয়ান চালাকি পছন্দ করি নাই কখনো, করবোও না। এই ম্যাড়ম্যাড়ে বিশ্বকাপ আমার কাছে শেষ।

যেসব শিশুরা নাৎসীগো আনন্দে হেইল হিটলার করতাছে তারা পইচ্চা মড়ুক। আবেগী খেলার আধার ব্রাজিল আর্জেন্টিনা জুগ জুগ জিও। । আমরাও লাতিন আমেরিকার মত শংকর জাতি। তাগো মতই বন্ধু বৎসল, ইউরোপীয় ফিফা এই চান্সে টেকা পয়সা কামাইয়া নিব নিক গা।

শুধু একটাই কথা ইউরোপীয়ান চালাকি দিয়া বিশ্ব শাসন করা যায় না এইটা আমেরিকা বুঝাই দিসিল ২য় বিশ্বযুদ্ধের পর। অবশ্য তারা হয়া উঠছে আরো বড় শয়তান। তবুও লাতিন আমেরিকার ফুটবলের জয় হোক জয় হোক আবেগী মানুষের, সিস্টেমেটিকগো সমস্যা একটাই সব সিস্টেমই এক সময় ধ্বসে পড়ে। আর আবেগী মানুষ নতুনের কথা বলে। জয় হবেই একদিন সব আবেগী মানুষের ব্রাজিল আর্জেন্টিনা তোমাদের মত আমিও কাঁদি।

আমার আর বিশ্বকাপ দেখার কোন আগ্রহ নাই কারণ আবেগী মানুষগুলা আর নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.