আমাদের কথা খুঁজে নিন

   

একটি কল্পিত পরিবারের আখ্যান

শাফিক আফতাব------------- আমি একটি পরিবার চেয়েছিলাম, বোদি হবেন মা ; আর মা হবেন সাদারঙ শাড়ি পড়া নতুন বউ, ভাইয়ের হাতে থাকবে যত লেনাদেনা ; আমার বউ হবে ছোট বোন তার ; ঘুরবে পিউপিউ। বৈদশিক মূদ্রা অর্জনে উপার্জনক্ষম ব্যক্তি আমিই হবো একমাত্র ; বাবা অবসর যাপনে শুধু ঘুরবেন আর তসবিতে থাকবে হাতে ; মাস শেষে মাহিনা যাহা পাবো তুলে ভরাবো বৌদির পাত্র ; তিনিই রাজা হবেন, আমরা শুধু খেয়ে ঘুরবো দিনে আর রাতে। কিছু দরকার হলে হাত পাতবো মায়ের অবিকল বৌদির হাতে ; দুষ্টমীতে কান মলে সোজা করবেন আমি যেন এক স্কুল বালক, তার ধমকে আদরে দুফোটা জল জমবে চোখের পাতে ; তিনি আমার আর বউয়ের মধ্যে ভালোবাসার ঘাটতির প্রভাবক। আধুনিক যুগে বৌদারা মা হয় না ; হয় এক ডাইনির ভয়ঙ্কর রূপ ; আমাদের সংসার জ্বলে পুড়ে ছারখার, উড়ছে আজ পোড়াগন্ধ ধূপ। নিসর্গ : ঢাকা ১৯.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.