আমাদের কথা খুঁজে নিন

   

পরাজয়

মিথ্যে এ স্বপ্ন আকা

এই মাঝ রাতে হটাৎ চলে গেলাম ছাদে বড্ড সন্তর্পনে.... তুমুল বাতাসে আন্দোলিত এ হৃদয়। ছাদটা বড় নিঃসংগ বড় একা ... একাকী এ রাতে সংগী নির্ঘুম রুপালী চাদ। আকাশের মেঘগুলো খুব ব্যস্ত মানুষের মত ছুটে চলে। গা এলিয়ে দিলাম উম্মুক্ত ছাদে, বিশাল আকাশ হাজার তারা নিয়ে যেন ঝুলে আছে বিশাল পর্দার মত। রুপালি চাদের আলোয় সব কিছুই ঘোর লাগা...যেন এক স্বপ্ন রাজ্যে চলে আসা। চিরচেনা শহরটাও কেমন অচেনা হয়ে যায়, হৃদয়ের খুব গোপনে লুকিয়ে থাকা একান্ত কথা গুলো কেমন করে বুঝে যায় এ রোমন্থনের ক্ষন....। চোখের কোনে বয়ে যায় লোনা নদী...আমি আজ বড় ক্লান্ত, পরাজিত আমার অচেনা স্মৃতির ভীড়ে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।