আমাদের কথা খুঁজে নিন

   

এ পরাজয় বাংলাদেশ টিমের নয়, এ পরাজয় আমাদের...



বাংলাদেশ-ভারত আইডিয়া টেস্ট সিরিজের শুরুই হয়েছিল বিতর্ক দিয়ে। বিতর্কের সূত্রপাত বীরেন্দ্র শেবাগের মন্তব্য দিয়ে। মাঝে এ বিতর্কে ঘি ঢালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি লোটাস কামাল। এ দুই বিতর্কে আমরা বাঙালিরা দাঁতে দাঁত চেপে বসে ছিলাম, খেলার শেষে একটা উপযুক্ত জবাব দেব বলে। বাংলাদেশ ২০ উইকেট নিতে পারবে না---প্রথম টেস্ট শেষে শেবাগের আরো গর্বভরে এ উদ্বৃতির সময়ও দাঁতে দাঁত চেপে বসেছিলাম.... বিশ্বের নয় নম্বর টেস্ট খেলুড়ে দেশের অধিনায়ক একজন বিতর্কিত ব্যক্তির সামনে নতজানু হয়ে মাপ চাইছে--এ দৃশ্য দেখেও দাঁতে দাঁত চেপে বসেছিলাম....একসময় জবাব দেব বলে কিন্তু হায়, আমাদের ক্রিকেটাররাই যে আমাদের মুখ বন্ধ করে দিলেন। আমরা কি নিয়ে আজ শেবাগের জবাব দেব??? (আসলেই তো আমরা ভারতকে এক ইনিংসেই অলআউট করতে পারিনি!!!) আমরা কি নিয়ে আজ লোটাস কামালের পাছায় লাথি মারব??? (গতকাল আউট হওয়ার পর তামিম বলল, একজন ব্যাটসম্যান যেকোন সময় আউট হতেই পারে..এটাই ক্রিকেট..) আমি বলি---না এটা ক্রিকেট না। দিনের খেলা শেষের আগে যে ব্যাটসম্যান ১৫০ রান করেছে সেই ব্যাটসম্যান সেদিন অপরাজিত থেকে মাঠ ছাড়বে। দিনের শেষে রান নেয়ার চাইতে অপরাজিত থাকাই ব্যাটসম্যানের দায়িত্ব---এটাই ক্রিকেট।...তারপরও তামিমকে অভিনন্দন তার অসাধারন সেন্চুরির জন্য। কিন্তু যে জবাবটা তৈরি করে রেখেছিলাম শেবাগ আর কামালের জন্য তা যে বলা হল না...কতদিন আর ক্ষোভ চেপে রাখব আমরা?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।