আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়া তারের বীণা

আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........

নীরবে কোন সে বীনার ছেড়া তারে আজ শেওলা জমে, যে গান যে হাতে ঝংকারিত হতো ঐ বীনা আজ সে ধুলোয় মলিন বিরোহীনি বধুর চোখের জলের মত।। কত শত মেঘমালা আজ আমার গগনে মেলেছে ডানা কিন্তু ঐ যে বীণা খানি পড়িছে হাত ছাড়ি। এ কোন সুরে বাজছে যেন সে কই কোনদিন শুনি নি তো একি আমার হৃদয় ফাটা একটি আর্তচিৎকারের প্রতিধ্বনি? সত্যি এই দেখে বাজিছে বীণা আধারের বুক চিরে এই আওয়াজের ঝংকারে দুলিছে আধারের সাথিরা। কেউ কেন শুনছো না ঐ দেখো দূর আধার আকাশে একখানি চাদ আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছে সব কিন্তু কই সেই বীনার ছেড়া তারে একটূখানি পরশ লাগিছে না,কিন্তু কেন? আমার ছেড়া তারের বীণা ধুলোর সাগরে ডুবিছে যেন সেই চেনা হাত সেই চেনা গলা আজ যেন চিরতরে বন্ধ হয়ে গেছে। কেউ ভাবেনি তো কেউ দেখেনি তার নীরব চলে যাওয়া যে ব্যথায় যে বেদনা কান্না নিয়ে যে এসেছিল তেমনি নীলে নীল হয়ে সে চলে গেল না,বীণা আর বাজবে না। কোন দিনও বাজবে না তার সেই চির চেনা সুর গাছের পাখি ডেকে যাবে শীতের সকালে মিষ্টি রোদে হেরে যাবে, কিন্তু বীণা আজ বাজবে না সে যে চলে গেছে ছেড়া বীণার টুং টাং ধ্বনি নুপুরের নিক্কনের মায়া ছেড়ে। আজ বেলা শেষে যখন এলাম সেই দ্বারে রুদ্ধ দ্বার আজ খুলে গেল তোমার সেই ছেড়া তারের বীনার কাছেই তোমার পরশ সেই গন্ধ যা ছিল যা তোমাকে তোমার স্মৃতিকে নষ্ট করতে পারেনি জানো তুমি আজো আছো হারাবার মাঝে অসীম হয়ে আছো তুমি সেই ছেড়া বীণার তারে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।