আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়া টাকা!!!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

আচ্ছা একটি ব্যাপার জানার আগ্রহ আছে। আমি জানি ব্লগে বিভিন্ন দেশ থেকে লেখা দিচ্ছেন এবং ভিন্ন ভিন্ন প্রান্তর থেকে। আমার দেশে বত`মানে বা পূবে` ছেড়া টাকা নিয়ে বিশাল সমস্যা। আমি এবার দেশে গিয়ে কোন চক্করে কয়েকটা ছেড়া টাকা হাতে চলে আসে। আর পড়ে যাই মহা সমস্যায়।

যেখানে যাই সেখানেই বকা খাই। আমি সেটা খরচ করতে গিয়ে কত লোক কত কথা বলেছে আর শুনেছি। ধুরু মিয়া কি দিলেন এইটা। পাল্টায়ে দেন। আর বিদেশে অথা`ৎ (দুবাইয়ে) কোন রকম দোকানে পৌছতে পাড়লে আর কোন চিন্তা নেই।

অন্যান্য দেশে কি বাংলাদেশের মত ছেড়া টাকা রিফিওজ্ড করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।