আমাদের কথা খুঁজে নিন

   

সবার শুভকামনা চাই।

ধর্ম কেন্দ্রিক রাজনীতি চাই না।

অনেক দিন ধরে শুধু ব্লগের পোষ্ট গুলো দেখে যাচ্ছি। একেক জনের একেক কথা, আলাদা আলাদা চিন্তাভাবনা, কারো সাথে কারো মিল নেই আসলেই মানুষ জিনিস টা খুবই বৈচিত্রময়। আমার আগে কিছু লিখতে ইচ্ছে করতো না ভয় পাইতাম, কারন এখানে যারা ব্লগার ভাইরা আছেন তারা অনেক বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কার মুখের সামনে কখন কিভাবে পরে যাই সেজন্য ভয় করতো। আর এতোদিন আমার ব্লগের প্রতি তেমন নেশাও ছিলনা, কিন্তু এখন আমি মানুষটা খুব একা অনুভব করিতো তাই কম্পিউটারের সামনে বসলেই ফেসবুক নিয়ে পরে থাকি আর ব্লগ পড়ি ইদানিং নেশাটা একটু বেড়ে গেছে মনে হয়।

এখন সবচেয়ে বেশী বিরক্ত লাগে যখন কোন পোষ্ট পড়ার পর তা ভাল লাগল নাকি খারাপ তা নিয়ে কোন কমেন্টস করতে না পারাটা। তাই চিন্তা করলাম আমিও টুকটাক আমার মনে ভাল যা আসে তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কথা ঠিক মত গুছিয়ে বলতে পারি না আর লিখতে গেলেতো পুরাই উল্টিয়ে ফেলি। এতক্ষন এতোকিছু লিখলাম অতছ আমার পরিচয়ই আপনাদের দেওয়া হলনা। আমার নাম মোজাম্মেল হক, আমার সব বন্ধুরা আমাকে মোজো বলে ডাকে।

আমি ইষ্টার্ণ ইউনিভার্সিটিতে ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক ইঞ্জেনিয়ারিং এ পড়ছি। এবার ৯ম সেমিষ্টারে থাকতাম কিন্তু অজানা ঝড়ের কারনে এখন ৭ম সেমিষ্টারে। আমি এমনিতেই একা একা থাকতে পছন্দ করি এখন আরো চুপচাপ হয়ে গেছি। আশাকরি আমি আপনাদের সবার ভালোবাসা পাব, আর আমার জন্য সবাই দোয়া করবেন। বানান ভূলত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা চাইছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.