আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা কবিতা-সাহিত্যের বর্তমান সময়

মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
কবিতার বই নিয়ে কত বছর আগে যে ঘাটাঘাটি করেছি তা আমার নিজেরই মনে নেই। যান্ত্রিক জীবনে কাংখিত ভাবে কবিতা পড়া বা আবৃতি করার ফুরসত খুব কমই মেলে। মাঝে মাঝে মনেহয়, কবিতা হলো একটা বয়সের ব্যপার, তরুন, যারা কৈসর পেরিয়ে যৌবনে প্রবেশ করেছে তাদের আগ্রহই বেশি থাকে কবিতার দিকে। এও মনেহয়, কিছু কিছু মানুষ থাকেন যারা সময়ে অসময়ে কাব্য কবিতার চর্চা চালিয়ে যান, প্রকৃতপক্ষে তারাই এ ক্ষেত্রে সফল হন। তারাই হন কবি-গুনীজন, আর আমরা রয়ে যাই ক্ষনিকের পাঠক।

যে কথা বলছিলাম, গতকাল বিশ্বকাপ দেখতে দেখতে বিদ্যুত চলে গেলে পরে একা ঘরে কি করবো বুঝতে পারছিলাম না। আলমারী খুলে চোখের সামনে পড়লো রবি ঠাকুরের সংকলন "সঞ্চয়িতা", লাল কাপড় দিয়ে বাঁধানো, মলাট উল্টে দেখলাম কিছু লেখা, যার সংক্ষিপ্ত মানে হলো ষষ্ঠ শ্রেণীতে মেধা পুরস্কার স্বরূপ এটি আমাকে দেয়া হয়েছিলো। যেটি ছিলো আমার নিত্য সঙ্গী। পড়তে পড়তে মনে হলো রবীন্দ্রনাথ কি-না লিখে গেছেন, ছোটদের দুষ্টুমি থেকে নারীর অনুভূতির গভীরে ঢুকে তিনি চিন্তা করেছেন, রচনা করেছেন এক একটি ছত্র। এজন্যই মনেহয় তাঁকে বলা হয় বিশ্বকবি।

যার কীর্তিতে ঋনী হয়ে আছে পুরো বাঙালি জাতি। পড়তে পাড়তে ভাবছিলাম, সেই শিশু শ্রেনী থেকেই তো রবীন্দ্রনাথের ছড়া-কবিতা পড়েছি যতদিন পর্যন্ত বাংলা বিষয়টি পাঠ্য ছিলো ততদিন, তেমনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। তাহলে তাঁরা দুজন কি ছিলেন সব বয়সের মানুষে কবি? ছোট বেলায় পাঠ্য বইতে বেশি পড়েছি রোকনুজ্জামান খান দাদা ভাই, সুকুমার রায়ের কবিতা তারপরে একটু বড় হয়ে পড়েছি ফররুখ আহমেদ, সুফিয়া কামালের কবিতা তারপর আল মাহমুদ, শামসুর রাহমানের কবিতা। এরা ছিলেন ধারাবাহিক কবি। তাদের রচনা কোন একটি বয়সের জন্য ধারাবহিক ভাবে পাঠ্য বইতে সংযুক্ত করা থাকতো।

গত কয়েক বছর আগেও যখন গৃহশিক্ষক ছিলাম তখনও দেখতাম তাদেরই কবিতা ঘুরে ফিরে নতুন মলাটের নতুন শিক্ষানীতির পাঠ্য বইতে অন্থর্ভুক্ত হচ্ছে। ছিলাম রবীন্দ্রনাথে, গেলাম পাঠ্য বইতে, পেলাম আরেক দিক, যে, রবি ঠাকুর-নজরুলের মতো ভার্সেটাইল কবি-সাহিত্যিকের বড় অভাব এই বাংলায়। তাহলে এখন বাংলা সাহিত্য কোন দিকে যাচ্ছে? নতুন পাঠ্য বইতে নতুন কাদের কবিতা-সাহিত্য অন্তরভূক্ত করা হচ্ছে? বর্তমান সময়ে এমন কোনো কবি-সাহিত্যিকের নাম কি কেউ বলবেন যিনি একজন ভার্সেটাইল কবি, যাকে দেখিয়ে আপনি আমাকে বলতে পারবেন, ধ্রবো এর কবিতা পড়ুন, এর সাহিত্য পড়ুন, এই হলো আধুনিক সাহিত্যের ভবিষ্যত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.