আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্যের নব রস (Nine Rasa's)

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
[অপ্সরা মেনকা] আমাদের প্রাচীন সাহিত্য রসে ভরপুর, একেবারে টইটুম্বুর। পণ্ডিতবর্গ নয়টি মূল রসের (নব রস, nava rasa) কথা বলেন। নীচ থেকে আপনার পছন্দমত রস বেছে নিন। ইচ্ছে করলে নতুন রস সৃষ্টিও করতে পারেন।

১। হাস্য রস (Hasya Rasa, comic) ২। শৃঙ্গার রস (Shringara Rasa, love) ৩। করূণ রস (Karuna Rasa, melancholia) ৪। রুদ্র রস (Raudra Rasa, fury) ৫।

বীর রস (Vira Rasa, heroism) ৬। ভয়ানক রস (Bhayanak Rasa, terror) ৭। বীভৎস রস (Bhibatsa Rasa, disgust) ৮। অদ্ভুত রস (Adbhuta Rasa, amazement) ৯। শান্ত রস (Shanta Rasa, tranquility) প্রাচীন শাস্ত্রে বর্ণিত আছে, মানুষের মধ্যে নয়টি মৌলিক রস (emotion) বিদ্যমান, যার বিভিন্ন সমন্বয়ে গড়ে উঠে আরো জটিল রস।

আঁতকে উঠবেন না; তিনটি মৌলিক রঙ থেকে যদি আরো রঙ তৈরি করা যায়, তাহলে নয়টি রস থেকে আরো অনেক বেশি রসালো ব্যাপার নিশ্চয়ই সম্ভব। আর এ রসালো ব্যাপারটির জন্য নীচের সমীকরণটি কাজে লাগাতে পারেন: রস (x) = f(হাস্য, শৃঙ্গার, করূণ, রুদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, শান্ত) => রস (x) = a1*হাস্য^p1 + a2*শৃঙ্গার^p2 + a3*করূণ^p3 + a4*রুদ্র^p4 + a5*বীর^p5 + a6*ভয়ানক^p6 + a7*বীভৎস^p7 + a8*অদ্ভুত^p8 + a9*শান্ত^p9, যেখানে রস (x) = কাঙ্ক্ষিত রস, a1, a2, ..., a9=রস চলকগুলির সহগ, এবং p1, p2, ..., p9= রস চলকগুলির সূচক। এই ৯টি রস সঙ্গীতের সৌন্দর্যবীক্ষণ (aesthetics) এর মূল ভিত্তি। আর এটা কোন রাগের বিষয় নয় যে, এই রস পরিবহন করার জন্য একটি শাব্দিক (acoustic) বাহন দরকার, যার নাম রাগ (rag)। এই রাগগুলি মাঝে মাঝে মানুষের মত রূপ ধারণ করে, তখন এদের নাম হয় গান্ধর্ব্য (demigod) ও অপ্সরা (celestial nymph)।

উর্বশী, মেনকা, রম্ভা ও তিলোত্তমা অপ্সরাদের মধ্যে আবার একটু নেত্রী গোছের। রাগারাগিতে খুব বিখ্যাত ছিলেন তানসেন (Tan Sen)। বলা হয়, তিনি দীপক রাগে (Rag Dipak) আগুণ জ্বালাতে ও মেঘমল্লার রাগে (Rag Megh Malhar) বৃষ্টি নামাতে পারতেন; শব্দের ক্ষমতা বলে কথা। তানসেন মুঘল সম্রাট আকবরের সভার নবরত্নের অন্যতম ছিলেন; সঙ্গীতে ৯ এর বেশ ছড়াছড়ি মনে হচ্ছে। ৯ এর ছড়াছড়ি গ্রিক পুরাণেও আছে।

সেখানকার ছন্দ কলার দেবী (Muse, অপ্সরা আর কি) নয় বোনের কথা মনে করুন: ১। Calliope: মহাকাব্য ২। Clio: ইতিহাস ৩। Erato: ভালোবাসা ৪। Euterpe: সঙ্গীত ৫।

Melpomene: বিরহগাঁথা ৬। Polyhymnia: পবিত্রগাঁথা ৭। Terpsichore: নৃত্য ৮। Thalia: হাস্যরস ৯। Urania: জোতির্বিদ্যা
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।