আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ারম্যান জাহিদ হত্যা: ১০ সন্দেহভাজন আটক

শনিবার রাতে খুলনার রূপসা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বশির শেখ (৩০), বাবুল হাওলাদার (৩০), শাহজালাল (২৮), মো: সিরাজুল ইসলাম (৩৫), রানা হাওলাদার (২৭), আক্তারুজ্জামান (৩৩), ফিরোজ হাওলাদার (২৫), আমিন (৩৫), সুমন মোল্লা (৩০) ও সাইফুল শেখ (২৮)।
ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান খান জাহিদ হাসান গত শনিবার রূপসার আমাদাবাদে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
এ ঘটনায় রোববার বিকেলে তার স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান
খুলনার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল কাদের বেগ।
তিনি জানান, মামলায় ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১১জনকে আসাসি করা হয়েছে।


এদিকে চেয়ারম্যান জাহিদ হাসান হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত দুটি চরমপন্থী সংগঠনের পাঠানো ক্ষুদেবার্তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
রূপসা থানার ওসি শেখ মোহাম্মদ জিয়াউল হাসান জানান, পূর্ব বাংলার কমিউনিষ্ট পাটির্র (এম,এল-জনযুদ্ধ) ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এম-এল) চেয়ারম্যান জাহিদকে ‘শ্রেণিশত্রু’ আখ্যা দিয়ে হত্যার দাবি করেছে।
তবে বিষয়টির সত্যতা সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি।
বাগেরহাট প্রতিনিধি জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে যুবলীগ ও ছাত্রলীগ দুপুর ১২টার দিকে বাগেরহাট-ঢাকা মহাসড়কে ফকিরহাট উপজেলার আট্টাকি মোড়ে এবং বাগেরহাট-খুলনা সড়কে একই উপজেলার কাটাখালী মোড়ে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
এ সময় ওই সড়ক দুটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


পরে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এর আগে সকালে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শোক মিছিল করেছে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ।
বিকেলে আওয়ামী লীগ একই দাবিতে বাগেরহাট শহরে শোক মিছিল করে।
শনিবার সকাল সাড়ে ৯টায় খান জাহিদ হাসান খুলনা মহানগরীর দোলখোলাস্থ ভাড়া বাসা থেকে ফকিরহাট ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা দেন।
রূপসা নদী পার হয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে এবং মোটরসাইকেলের চালক মুন্না শিকদারকে গুলি করে হত্যা করে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.