আমাদের কথা খুঁজে নিন

   

পলিটেকনিক

রিপন

আপনি কি এবার এস এস সি পাস করেছেন ? পলিটেকনিক এ ভর্তি হতে চান ? আপনি কি ২০১০, ২০০৯, ২০০৮ সনে এস.এস.সি/ সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপি ৩.০০ সহ নুন্যতম ৩.০০ জিপিএ পেয়েছেন, তাহলে আপনি পলিটেকনিক এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি ফরম পুরন সংক্রান্ত কিচু তথ্য দিয়ে আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি । এবারি প্রথম পলিটেকনিক এ ভর্তি ফরম পুরন ইন্টারনেটের মাধ্যমে পুরন করা হচ্ছে । প্রথমে এই লিংক ভিজিট করুন তারপর সাধারন কিছু সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। * রেল নং, বোর্ড নেম, পাসের সন, জন্ম তারিখ সম্পুর্ন সঠিক ভাবে পুরন করে ভেরিফাই বাটন চাপতে হবে।

যদি ইউ আর নট এলিজেবল ফর এপলিকেশন আসে তাহলে বুঝতে হবে আপনার পদত্ত তথ্য ভুল অথবা আপনি ভর্তির জন্য যোগ্য নন। *ভেরিফাই বাটন চাপার পর নতুন পেইজ ওপেন হলে উক্ত পেজের সকল তথ্য সঠিক ভাবে পুরন করতে হবে । ছবি আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছবির সর্বোচ্চ সাইজ ১৫০ kb এবং সর্বোচ্চ প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৩০০, ৩৬০ হতে হয়। চয়েস প্রদান এর সময় চয়েস ১ ক্লিক করে প্রথমে প্রতিষ্ঠান তারপর ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে । (ডিপার্টমেন্ট সিলেক্ট এর সময় যে ডিপার্টমেন্ট আপনার পছন্দ তার পাশে বকস এ ক্লিক করে ১ সিলেক্ট করুন, এই প্রতিষ্ঠানের আরও চয়েস থাকলে ডিপার্টমেন্টের পাশে বকস এ ক্লিক করে ২ সিলেক্ট করুন এভাবে আরও থকলে ৩,৪,৫,৬,সিলেক্ট করুন।

) এবং সেভ চয়েস বাটন চাপতে হবে। নতুন চয়েস এর জন্য পর্যায় ক্রমে চয়েস ২, চয়েস ৩,চয়েস ৪, চয়েস ৫, এভাবে যে কয়টি প্রতিষ্ঠান আপনার পছন্দ। সর্ব্বোচ্চ ১০ চয়েস দিতে পারবেন। * এরপর সাবমিট বাটনে ক্লিক করে প্রদত্ত তথ্য দেখতে পাবেন। * তথ্য সঠিক থাকলে সেভ এ ক্লিক করুন ।

* এর পর প্রদত্ত ট্যাক নং সেভ করুন। * ট্যাক নং পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে টেলিটক মোবাইলের মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে। *. ফি জমা দেয়ার পদ্ধতিঃ টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DTE লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি(SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস এস সি পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে এস এম এস(SMS) করতে হবেঃ উদাহরণঃ DTE DHAXXXXXX2008 এখানে XXXXXX এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে । কেউ ২০০৯ সালে এস এস সি পাশ করে থাকলে ২০০৮ এর জায়গায় ২০০৯ লিখতে হবে । অন্যান্য বোর্ডের জন্য ঢাকা(DHA)-এর জায়গায় যথাক্রমে সিলেট(SYL), বরিশাল(BAR), চট্টগ্রাম(CHI), কুমিল্লা(COM), দিনাজপুর(DIN), যশোর(JES), রাজশাহী(RAJ), মাদ্রাসা(MAD), কারিগরি(BTE), লিখতে হবে।

• SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ২০০/- (দুইশত) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে । উদাহরণঃ DTE

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.