আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের পিতৃত্ব পরিচয়হীনতা.............................................



আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগের পিতৃত্ব পরিচয় দিতে সরকার নারাজ। অবস্থা এমন যে, সন্তানের পিতৃ পরিচয় দাবি নিয়ে দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছে মর্জিনা আর চেয়ারম্যান বলছে এটা তার সন্তান নয়। মর্জিনা আমার বউ না আর সন্তানের পিতৃত্ব পরিচয় প্রশ্নই উঠে না। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ছাত্রলীগ এতোই বেপোরোয়া হয়ে উঠে যে সয়ং প্রধানমন্ত্রী শেখ হাছিনা পর্যন্ত ছাত্র লীগের সংগঠন থেকে নিজেকে ঘুটিয়ে নিয়েছে। এভাবেই অভিভাবকহীন হয়ে পড়ার কারণেই কিনা ছাত্র লীগ আরো দ্বিগুণ স্পিরিটে অকাম-কুকাম করে যাচ্ছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শারীরিক নির্যাতন, লালসার বস্তুতে পরিণত করে যাচ্ছে। গতবার এ সরকারের আমলে ছাত্রীদের ধর্ষণে সেঞ্চুরী করেছিল ছাত্র লীগের এক নেতা। এবার ধর্ষকের খাতায় ছাত্র লীগের নাম রেজ্রিস্টি করেছে অসংখ্য নেতা। টেন্ডারবাজি, দখলবাজি, চাদাঁবাজি, মেয়েদের ধর্ষণকারি নানা কৃ-কীর্তি করে বেড়ানো আওয়ামী লীগের সংগঠন ছাত্র লীগের কু-কীর্তি দায় ভার নাকি স্বরাস্ট্রমন্ত্রী নিতে রাজি না। অপরদিকে, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগের হরতালবিরোধী কর্মকাণ্ডের দায় সরকার নেবে না।

যারা হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে নিজ কার্যালয়ে বিএনপির ডাকা হরতাল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। শাহবাগে বিএনপি ও ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ হামলায় সরকারি দলের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়। তাই এর দায়-দায়িত্ব আওয়ামী লীগ নেবে না।

এ হাস্যরস মন্তব্য যে করেছেন তিনি একজন মন্ত্রী!!!!!!!!! এ হাস্যরস মন্তব্য যে করেছেন তিনি আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক!!! নিজ দলের অঙ্গ সংগঠনের উপর নিয়ন্ত্রন নাই এমন একটি রাজনৈতিক দল দেশকে নিয়ন্ত্রন করবে কিভাবে? ছাত্রলীগের দায় ভার নিতে চায় না সরকার আবার ছাত্র লীগের কু-কীর্তিও দমন করতে পাড়ে না সরকার! এ যন্ত্রণা সহ্য করা যে দায়। সরকারের মন্ত্রীদের এ ধরনের ভারসম্যহীন মন্তব্য ছাত্রলীগের কৃ-কীর্তির প্রবণতা বাড়বে বৈকি কমবে না। নিঃসন্দেহে এটা হাস্যকর উক্তি, একজন সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রির কাছে এ ধরনের উক্তি আশা করা যায় না। ছাত্রলীগ এই সরকারেরই মদদপুষ্ট। তাদের দায় সরকারকেই নিতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.