আমাদের কথা খুঁজে নিন

   

অপরূপা অনন্যা...



বিস্তারিত ভোরের কাগজ ফ্যাশন পাতা- ২৭-০৬-২০১০ ( রোববার ) সংখ্যা “বর্ষার কাছে আরজ আমার কালো মেঘ কেটে যাক / সাদা কদমের পালকে বৃষ্টি ঝড়ে যাক। ” কবি এভাবেই কৃষ্ণপ¶ের আকাশকে ছুটি দিয়েছে আর বৃষ্টিকে ডেকেছে আঙ্গিনায়। বাংলাদেশ ষড়ঋৃতুর দেশ। ঋতু পরিবর্তনের পালাক্রমে আবারও এসেছে বর্ষা। তাই বর্তমান যুগে ব্য¯—তা আর সময় এক সাথে ধরে রাখাই কষ্টকর।

তার ফাঁকে অফিস পার্টি কিংবা অফিস শেষে বন্ধুর জন্মদিনের পার্টিতে ঘটা করে সাজের সময় কোথায়? আজকাল আর তাই উৎসবে কড়া মেকাপ, উজ্জ্বল পোশাক বা জমকালো গয়নার প্রচলন কম। বরং ব্যক্তিত্বকে একটু সময় ব্যয়ে ধরতে হালকা সাজ আর পরিমিত পোশাকই গুর“ত্ব পাচ্ছে বেশি। সাধারণ পোশাকে অসাধারণ হবার টিপসই থাকছে এবার। লিখেছেন- বিউটি এ·পার্ট নুরাঙ্গীনী আক্তার, পারফেকশনস অনন্যা সাধারণ পোশাকে আজকাল পার্টি বা অনুষ্ঠানে যে জমকালো পোশাক আর কাতান বেনারশির রাজত্ব থাকতেই হবে তা কিন্তু নয়। বরং আসুন না পোশাকে গাঢ় রঙকে পাশ কাটিয়ে বেছে নিন সরল কোন রং।

পোশাকে সরলতা কিন্তু শুধুমাত্র একালের নতুনত্ব নয় বরং সব সময়ই ছিল এর কদর। পড়তে পারেন কোড়া রঙের বা ধবধবে সাদা রঙের তাঁতের শাড়ি সর“ পাড়। সাথে থাকতে পারে নকশা ব­াউজ। যে কোন প্রাকৃতিক রঙের শাড়িতে ব্যবহার করতে পারেন তামাটে জরির পাড়। আর বেনারশির পাশাপাশি হালকা রঙের কটন কিংবা তাঁত নজর কাড়বেই।

এছাড়া জিন্স প্যান্ট সঙ্গে ফ্যাশনেবল টি-শার্ট, সালোয়ার-কামিজ পড়তে পারেন। পার্টিতে এসব পোশাকেও আপনি থাকতে পারেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বেছে নিতে পারেন নীল, মেজেন্ডা, সবুজ বা হালকা রঙ। ঋতু নিয়ে একটুও মাথা ঘামাতে হবে না যদি চোখ বন্ধ করে বেছে নেন কাল রং। কালোকে প্রাধান্য দিয়ে সাথে রাখতে পারেন নীল, বাদামী বা সাদা।

কামিজের ঝুলে এ্যাপলিক বর্ডার আপনাকে আরো আকর্ষণীয় করতে পারে। হালকা মেকআপ হালকা মেকআপ সবসময়ই ভালো তবে পুর“ মেকআপ আপনাকে ফর্সা করতে পারে, তা নাক মুখে কৃত্রিমতা এনে দেবে। কিন্তু গায়ের প্রকৃত রঙটাকে ফুটিয়ে তুলে দেখতে পারেন মন্দ লাগবে না। বেস মেকআপের সময় কমপ্যাক্ট আর ফেস পাউডার বেসড করে ত্বকের সাথে ভালভাবে মিলিয়ে নিন। এক-দুই-শেড উজ্জ্বল ফেস পাউডার আপনাকে কমনীয় উজ্জ্বলতা দেবে।

বাদামী রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন যে কোন রঙের পোশাকের সাথে। তবে চোখ সাজানোর জন্য কাজল, আইলাইনার, মাসকারাই যথেষ্ঠ। বাদামি শেড ব্যবহার করতে পারেন যারা সব সময় লিপস্টিক নেইলপলিশ ব্যবহার করেন। এগুলো মানিয়ে যাবে যে কোন পরিবেশে। এবার শুনুন মেহেদির কথা।

মেহেদির ¶েত্রে জমকালো বা সাধারণ যে কোন স্টাইল মানিয়ে যাবে। কালি মেহেদিও আজকাল কম জনপ্রিয় নয়। চুল বাদ যাবে তা তো হতে পারে না? চুল থাকবে ঝর ঝরে। বিয়ে বা বড় ধরনের অনুষ্ঠানে হাজির হোন পার্লারে। ব্রো ডাই, আয়রন বা স্পাইরাল আপনার চুলে আনবে উৎসবের আমেজ।

আর কপালে দিয়ে ফেলুন ছোট্ট গোল টিপ আর কি চাই! সাজুন পরিপাটি করে। নিজেকে করে তুলুন অনন্যা। মডেল : শখ পোশাক : আবর্তন, আলোকচিত্রী: আশীষ সেন গুপ্ত গ্রাফি· : অর্পিতা সমাদ্দার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.