আমাদের কথা খুঁজে নিন

   

অপরূপা রূপসী ©

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

জল নিতে ঘাঁটে আইছে অপরূপা রূপসী, মাথায় ঘোমটা কাঙ্ক্ষে কলসি পায়ে নূপুর বাজে কোনোদিন দেখিনি তাইরে তাই কি আমার পড়শী, অপরূপা রূপসী। নদীর ঘাঁটে হাওয়াখানায় বইয়া হওয়া খাইয়ার, আচকা হুনি নূপুর বাজে, কাঁকন বাজে কনকন, চমকে উঠে চেয়ে দেখি, মাথায় ঘোমটা কাঙ্ক্ষে কলসি। সন্ধ্যা তখন আশমানে তারা ঝলমল করছিল, তাইর অঙ্গ সুবাসে লীলাচঞ্চল বিচঞ্চল হয়েছিল, ঠাট ঠমক হাটা দেখে উদাস মন বিমনা হয়ে সুরে টান দিয়েছিল, ওলো আমাকে বরণ কর, তোর কানে গুঁজে দেব রক্ত জবা আমি তোরে ভালবাসি, সুর শুনে উদাসিনীর মত মাথা তুলে, লাজ্জায় লাল হয়ে আঁচলে মুখ লুকালে; মেঘের আড়ালে লুকিয়েছিল শশী, ওলো আমি তোরে ভালবাসি। আমার নতুন গান শুনতে চাইলে নিচে লিংক থেকে নামিয়ে নেবেন http://www.mediafire.com/?wdmeftgjd5d আমার অঞ্চলে তার এবং তাইর শব্দ প্রচলিত তার স্ত্রীলিঙ্গ হল তাই অথবা তাইর। গানটা শুনলে আমাকে জানাবেন কেমন হল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.