আমাদের কথা খুঁজে নিন

   

বেকারত্ব

মিথ্যে এ স্বপ্ন আকা

বসে থাকতে থাকতে পা ধরে গেল, তবুও ডাক পড়ছে না। কেমন যেন অস্থির অস্হির লাগেছে। আবার বিরক্তও লাগছে। ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল না। কথা ছিল আসব , ভাইবা দিব চলে যাব ।

চলে যখন এসেছি এখন আর যাওয়া যাচ্ছে না। ঠিক এমন সময় ডাক পড়ল, অনেকগুলো অজানা নামের মধ্যে যেন অতি পরিচিত একটা নাম। তিনজন লোক বসে আছেন। সালাম দেওয়াটা যেন তাদের চোখেই পড়ল না। মাপা মাপা তিনটা প্রশ্ন করা হল।

খুব কমন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর খুব বোকা মানুষও ভুল করে না। আবার সালাম...বের হয়ে আসা। অল্প এই কথা গুলোর জন্য এতদূর আসতে হয় না। মনে হয় কোরবানীর গরুর মত প্রদর্শিত হয়ে আসা, আর কিছু নয়। গরু দেখতে ত লোক হাটে যায় আর আমি নিজেই গেলাম প্রদর্শিত হতে।

ভাইভা নামের এই যন্ত্রনার প্রতিবারের ফলাফল হল বাই বাই। তবু ছুটে চলা অরাধ্য চাকরির পেছনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।