আমাদের কথা খুঁজে নিন

   

একটি পত্রিকার পুরাতন এডিশনের খবরটি নাড়া দিলো - বিশ্বকাপে অনীহা পপির, এই খবরটাকে আমি প্রথমেই মাইনাস দিলাম, আমার কাছে এটি একটি আজাইরা খবর মনে হলো।তাই সবার মন্তব্য দেখতে চাই।



হায়রে আমাদের বিনোদন জগতের সাংবাদিকতা। একটা নেগেটিভ ধরনের খবরকে একটি সুন্দরীর ছবি দিয়া বিনোদন দিতে চেয়েছেন। আর দেবার মতো কোনো খবর পেলেন না। যে দেশের প্রধানমন্ত্রীসহ সকল ধরনের লোক বিশ্বকাপ নিয়ে উন্মত্ত, যে দেশে খেলা দেখার জন্য বুয়েটের মত আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিস্ঠানকে বন্ধ করে দিতে হয় সে দেশের একজন আলোচিত নায়িকার উপরোক্ত উক্তি। তবে হ্যাঁ, আমাদের শ্রমিক ভায়েরা সহ যারা বিশ্বকাপ চলাকালীন সময়েও গুরুত্বপূর্ন কাজে নিয়োজিত থাকেন, আর যারা অত্যন্ত গরীব টিভি নেই, যাদের খাদ্যের জন্য আয় করতে ব্যস্ত থাকে তাদের কথা আলাদা।

তাদের ইচ্ছা থাকা স্বত্বেও সম্ভব হয় না। সারা বিশ্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতো বিনোদন জগতের বড় তারকারাও এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। কেউ কেউ খেলা দেখতে দক্ষিন আফ্রিকাতেও যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তবে বিশ্বকাপ ফুটবল নায়িকা পপির মনটাকে মোটেও গলাতে পারেন নি। তাঁর মতে,‘ আমি আসলে বাইরের দেশের খেলা নিয়ে মাতামাতি করিনা।

বিদেশিদের খেলা দেখা মানে অযথা সময় নষ্ট করা। তিনি আরো বলেন - যদি বিশ্বকাপে বাংলাদেশ খেলতো তাহলে অবশ্যই দেখতাম। আপনি কি মনে করেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে, এমন প্রশ্নের জবাবে পপি বলেন আমার বিশ্বাস বাংলাদেশ দলকে যদি ঠিকভাবে প্রশিক্ষন দেওয়া যায় তাহলে তারাও একদিন বিশ্বকাপে খেলবে। কারন বিশ্বকাপে খেলছে এমনও দেশ আছে যাদের অবকাঠামোগত অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ নিচে কিছু আবাল দের মন্তব্যও দিয়ে দিলাম... SALMAN SAADI ২০১০.০৬.১৪ ১৯:১৫ liked it.. u r right popi..... Muhammed Masabbir Bakksh ২০১০.০৬.১৪ ২২:৩১ Popi actully your right truck. I am agree with you for you comment. thank you Md. Abdul Kader ২০১০.০৬.১৫ ০০:১১ পপি, আপনি একদম ঠিক বলেছেন। ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফালাফি করার কোন প্রয়োজন নেই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.