আমাদের কথা খুঁজে নিন

   

মাইকেল জ্যাকসনের সেরা ১০টি গান

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

২৫ জুন, ২০০৯। কোত্থেকে যেন কুৎসিত কালো মেঘ এসে অগুনিত মনের আকাশ ছেয়ে গেল! বিমর্ষ হয়ে গেল সব সুখ, যখন খবর এলো প্রিয় মাইকেল জ্যাকসন আর নেই! যাকে এক নজর দেখার জন্য, সরাসরি গান শোনার জন্য মানুষের সে কী উন্মাদনা; যিনি আবার নতুন করে ফিরে আসার সব আয়োজন সম্পন্ন করেছিলেন, তিনি যে এভাবে হঠাৎ চলে যাবেন তা কেউ ভাবেনি কখনও। অবধারিতভাবে পৃথিবীব্যাপী ভক্তকূল কান্নায় ভেসে গেল। আজ মৃত্যুর এক বছর পরও মাইকেল জ্যাকসন এমন একটি নাম যার কথা লিখতে গেলে আবেগ এসে জমা হয় বুকে। মাইকেল জ্যাকসনের শরীরী উপস্থিতি এখন নেই, কারোই থাকে না চিরদিন।

কিছু মানুষ মরে না কখনও আসলে; বেঁচে থাকে সৃষ্টিকর্মে, কাজে, অবদানে। M.J. তেমনই একজন। অসংখ্য চমৎকার গানের মধ্যে তিনি বেঁচে থাকবেন অনন্ত কাল! হৃদয় উজার করা ভালোবাসা থাকবে চিরদিন! জ্যাকসনের অতুলনীয় গানের ভান্ডার থেকে সেরা ১০টি গান নির্বাচন করা সহজ নয়। এমন অনেক জ্যাকসন ভক্তকে পাওয়া যাবে যারা তার অর্ধশতাধিক গান শীর্ষ সারিতে রাখতে চাইবেন। তাই নিজস্ব মানদন্ডের উপর ভিত্তি করে প্রস্তুত করতে হয়েছে মাইকেল জ্যাকসনের সেরা ১০টি গানের তালিকা।

এখানে গুরুত্ব দেয়া হয়েছে গানের শিল্পমান ও প্রভাব। স্বাভাবিকভাবেই তালিকা থেকে অনিচ্ছা সত্ত্বেও বাদ পড়েছে বেশ কিছু প্রিয় গান; যেমন: আই ওয়ান্ট ইউ ব্যাক, নেভার সে গুডবাই, আই জাস্ট কান্ট স্টপ লাভিং ইউ, দি ওয়ে ইউ মেইক মি ফিল, আই উইল বি দেয়ার। কিন্তু এই পাঁচটি গানকে অনায়াসে সেরা দশের পরেই স্থান দেওয়া যায়। অর্থাৎ সেরা দশে না থাকলেও জ্যাকসনের সেরা ১৫টি গানের মধ্যে এই পাঁচটি গান থাকবে। মাইকেল জ্যাকসনের সেরা দশটি গান (বর্ণানুক্রমিক): বিট ইট বিলি জেন ব্ল্যাক অর হোয়াইট ডার্টি ডায়ানা আর্থ সং ম্যান ইন দি মিরর স্মুথ ক্রিমিনাল দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস্ থ্রিলার ওয়ানা বি স্টার্টিং সামথিং আশা করি তালিকাটি জ্যাকসন ভক্ত ও নতুন প্রজন্মের জন্য সহায়ক হবে।

মন্তব্যে পাঠকরা নিজেদের পচ্ছন্দের গানের কথাও জানাতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।