আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনেই খালেদাকে হারাতে চাই: ইনু

“আমরা ওই নির্বাচন চাই যে নির্বাচনে খালেদা জিয়া আসবেন এবং খালেদা জিয়া সেই নির্বাচনে পরাজিত হবেন,” বলেছেন তিনি।
রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মহাজোট শরিক জাসদের সভাপতি ইনু।
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে না হলে তা বয়কটের হুমকি রয়েছে বিরোধী দলের। দাবি প্রত্যাখ্যান হওয়ায় বিএনপি নেতারা বলছেন, সরকার তাদের বাদ দিয়ে নির্বাচনের ‘ষড়যন্ত্র’ করছে।
ইনু বলেন, “মহাজোট সরকার নির্বাচিত গণতান্ত্রিক সরকার, মহাজোটের শরিক দলের বেশিরভাগ পোড় খাওয়া রাজনৈতিক দল, আমরা সব সময় সদর দরজা দিয়ে ক্ষমতায় আসি।


বর্তমান সরকারের উন্নয়নের চার বছরের উন্নয়নমূলক কার্যক্রম জনগণকে জানাতে রোড শো আয়োজন নিয়ে ওই সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী।
উন্নয়ন কর্মকাণ্ডে গত চার বছরে বিরোধী দলের সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
“বিএনপি যদি জ্বালাও-পোড়াও আন্দোলন না করতো এবং যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধিতা না করতো, তাহলে আরো উন্নয়ন কর্মকাণ্ড করা সম্ভব হতো। ”
মহাজোট সরকারের চার বছরে বিদ্যুৎ, কৃষি, অর্থনীতি, শ্র্রমিক কল্যাণ, শিক্ষাক্ষেত্রে ‘অভূতপূর্ব’ উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি।
সরকারের সাফল্যের নজির হিসেবে মূল্যস্ফীতি ১০ এর নিচে নামিয়ে আনা, প্রবৃদ্ধির হার ৬ শতাংশে রাখা, শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনাকে দেখান তথ্যমন্ত্রী।


তথ্য প্রযুক্তি উন্নয়নের দিকে অগ্রগতির নজির হিসেবে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৪ কোটি থেকে বেড়ে বর্তমানে ১০ কোটিতে উন্নীত হওয়াকে তুলে ধরেন তিনি।
চার বছরের সরকারের সফলতা তুলে ধরলেও ব্যর্থতা কী ছিলো- জানতে চাইলে ইনু বলেন, “আজ শুধু উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলন হচ্ছে। ”
বিগত চার বছরে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করেছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।
বর্তমান সরকারের আমলে কয়েকটি গণমাধ্যম বন্ধ করার বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, এই বিষয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সাত দিনব্যাপী রোড শো হবে।

এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে কবে তা হবে, তা ঠিক হয়নি।  
উদ্বোধন অনুষ্ঠানের পর ১২টি ট্রাকে ৬০টি জেলা ঘুরবে রোড শো। দ্বীপ জেলা ভোলা ও পার্বত্য চট্টগ্রামে রোড শো যাবে না।  
আপন কমিউনিকেশন্সের পৃষ্ঠপোষকতায় এই রোড শো হচ্ছে।

এতে মন্ত্রণালয়ের কোনো খরচ হচ্ছে না বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে তথ্য সচিব মরতুজা আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তাছির আহমেদ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।