আমাদের কথা খুঁজে নিন

   

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’

একজন জামাতের দালাল আমাকে খুর ক্রোধ ও কষ্টের সাথে বলল,ভাই এই জালিম সরকার নাস্তিক সরকার হেফাজতের অনেক কর্মীকে হত্যা করেছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের প্রাথমিক প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৩’ উদ্বোধনকালে তিনি একথা বলেন। সড়ক নিরাপত্তা উন্নয়নে তথ্য-প্রযুক্তি প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন নতুন তথ্য-প্রযুক্তির সঙ্গে নতুন প্রজš§কে পরিচিত করিয়ে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, সম্পদের সুষম বণ্টন ও রাষ্ট্রীয় মৌলিক সেবাগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তথ্য-প্রযুক্তির গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম উপকরণে পরিণত হয়েছে। জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ লাভ করে। তিনি ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করে বিশ্বের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের এক সুদূরপ্রসারী ভিত্তি স্থাপন করেন। বর্তমান সরকার এখন মহাকাশে বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে।

আমরা প্রাথমিক কাজ অনেক সম্পন্ন করেছি। এ কাজ অনেক এগিয়ে নিয়ে গেছি। বিটিআরসি জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের দিকে মহাকাশে পৌঁছাতে পারে দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’। এর অংশ হিসেবে ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিটিআরসি। আইসিটি আইন ও নীতি প্রণয়ন, তথ্য-প্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা ইন্টারনেট ও অন্যান্য তথ্য-প্রযুক্তি সেবা আরো বিস্তৃত করার পদক্ষেপ হাতে নিয়েছি।

দেশের প্রতিটি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র চালু করা থেকে শুরু করে নাগরিকদের জাতীয় ই-তথ্য কোষ থেকে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সেবা বিষয়ক তথ্য পাওয়ার কথাও মনে করিয়ে দেন তিনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.