আমাদের কথা খুঁজে নিন

   

বিটিআরসি কে প্রাণঢালা অভিনন্দন

আজাইরা প্যাঁচাল ছাড়া অন্যসব বিটিআরসি কে প্রাণঢালা অভিনন্দন ইন্টারনেট আপলোড স্পিড ৭৫ শতাংশ কমিয়ে ২৫শতাংশে নামিয়ে আনার মত অত্যন্ত সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি । দীর্ঘদিন ধরে এই দাবিটি জনমানুষের মুখে মুখে ফিরছিল । অবশেষে দাবিটি আলোর মুখ দেখায় আমরা চরম ভাবে পুলকিত,আনন্দিত । তবে স্পিড ০ শতাংশে আসলে আরো বেশি ভালো হতো বলে আমাদের বিশ্বাস। জানা গেছে, ভিওআইপি ব্যবসা বন্ধের জন্য তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

সঠিক সময়ে সঠিক ডিসিশন । কারণ মাথা থাকলে মাথা ব্যথা হবেই । তাই মাথা ব্যথার ঔষুধ কেনার মত বোকামি না করে মাথা কেটে ফেলাই সুবিবেচনা প্রসূত লোকের কাজ । গোড়াতেই মূলোত্পাটন হলো এতে । তারপরও যেসব নালায়েক এটা নিয়ে হাউকাউ করছে ,তাদের উদ্দেশ্যে একটা কথায় বলতে চাই , আপনারা এসব বন্ধ করেন ।

নাহলে জাতি কিন্তু আপনাদের কখনোই ক্ষমা করবে না । আপনারা ভুলে গেছেন মহামান্য কচ্ছপের সেই অমিয় বাণীটি, "SLOW AND STEADY WINS THE RACE ". আপনাদের সৌভাগ্য যে গভর্ণমেন্ট এখনো কম্পিউটার ব্যবহার নিষিদ্ধ করেনি । তাহলে কিন্তু আমছালা সব হারাবেন । তাই সময় থাকতেই লুঙ্গির কাছা শক্ত করুন । জয় বাংলা ,স্পিড সামলা !!![ সংগৃহিত] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.