আমাদের কথা খুঁজে নিন

   

বাসাইলে চাহিদা মোতাবেক যৌতুক দিতে না পারায় স্বামীর হাতে স্ত্রী খুন



স্ত্রীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবলা ইউনিয়নের করাতি পাড়া গ্রামে। এতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা যায় ধল্লা গ্রামের জিয়ারত মিয়ার একমাত্র মেয়ে মোসাঃ কনা আক্তারের (২৫) সাথে করাতি পাড়ার আব্দুল করিম মিয়ার ছেলে সুজন মিয়া (৩০) এর বিবাহ সম্পন্ন হয়। দীর্ঘ পাঁচ বছর দাম্পত্য জীবনে জন্ম হয় এক পুত্র সন্তান সাজিদ (৪)।

নিহত কনার পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তার স্বামী ও পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কোন এক পর্যায় কনার বাবা জিয়ারত আলী নিরূপায় হয়ে নিজ জমি বন্ধক রেখে তার একমাত্র মেয়ে কনার স্বামীর পরিবারকে দাবীকৃত এক লক্ষ টাকা প্রদান করে। টাকা নিয়ে সুজন সিঙ্গাপুর চলে যায় এবং সাড়ে তিন মাস পূর্বে বাংলাদেশে ফিরে আসেন। ফিরে এসে স্ত্রী কনাকে বাবার বাড়ি থেকে পুনরায় এক লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমতাবস্থায় কনার অসহায় বাবা জিরায়ত মিয়া একমাত্র মেয়ের সুখের জন্য অতিকষ্টে দাবীকৃত এক লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা গত ১৯ জুন রাত ৮টার দিকে সুজনদের বাড়িতে গিয়ে দিয়ে আসে।

পরের দিন ২০ জুন সকাল ১১টার দিকে মেয়ের আত্মহত্যার কথা শুনতে পেয়ে জিয়ারত মিয়া মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে জিয়ারত মিয়া ঘটনাস্থলে পৌছে এবং সুজনদের ঘরের বারান্দায় কনার লাশ দেখতে পায়। তখন ঐ বাড়িতে কোন লোকজন উপস্থিত ছিলনা। নিহত কনার বাবা জিয়ারত মিয়া অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্যই প্রাণ দিতে হয়েছে। চাহিদার চেয়ে ৫০ হাজার টাকা কম দেয়ায় তারাা আমার মেয়ে খুন করেছে।

এখন এ খুনকে আত্মহত্যা বলে চালিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। সরেজমিনে সুজনদের বাড়িতে গেলে তাদের বাড়িÑঘর তালাবদ্ধ পাওয়া গেছে । জানা যায় ঘটনার দিন থেকে ই সুজনদের পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে খুনের শিকার কনার বাবা বাদী হয়ে বাসাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ১০, তারিখ ২০/০৬/২০১০ইং।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে তাদের বাড়ী গেলে বাড়ীতে কোন লোকজন পাওয়া যায়নি। পরে তাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এটা খুন না আত্মহত্যা তা নির্দিষ্ট করে এখই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে কনার শরীরে ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

পোস্টমোর্টামের পর সুনিদিষ্ট করে বলা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।